X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বৃহস্পতি ছুঁয়েছে নাসার মহাকাশযান ‘জুনো’

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০১৬, ১০:৫৫আপডেট : ০৫ জুলাই ২০১৬, ১৪:৪২
image





বৃহস্পতি ছুঁয়েছে নাসার মহাকাশযান ‘জুনো’ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির কক্ষে প্রবেশ করেছে মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্র নাসার মহাকাশযান ‘জুনো’। নাসা জানিয়েছে, সোমবার ৪ জুলাই টানা পাঁচবছর মহাকাশের বিস্তর পথ অতিক্রম শেষে মঙ্গলবার বৃহস্পতির কক্ষ ছুঁয়েছে মহাকাশযানটি ৷
আগামী একবছর ধরে বৃহস্পতির কক্ষপথের মাপ নেবে ‘জুনো’। বিভিন্ন প্রকারের বিবর্তন ও পরিবেশের বিকিরণসহ বেশকিছু বিজ্ঞানসংক্রান্ত গবেষণা চালাবে এই মহাকাশযান৷ বৃহস্পতিতে জলের উপস্থিতি নিয়েও খোঁজ চালানোর কথা রয়েছে জুনোর৷ আগামী একবছরের জন্য বৃহস্পতি গ্রহে অভিযানে গেলেও প্রয়োজনে জুনোর অবস্থানের সময়সীমা আরও এক বছর বাড়তে পারে। তবে তারপরে আর সময়সীমা বাড়ানো হবে না বলেই জানিয়েছে নাসা৷ বৃহস্পতির প্রাকৃতিক পরিবেশের সার্বক্ষণিক ঘটে চলা বিবর্তণকেই এর কারণ বলেছেন তারা৷
নাসা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সৌরজগতের ৫৪০ মিলিয়ন মাইল অঞ্চলের ভেতর থেকে পাওয়া সিগন্যাল থেকে তারা জুনোর বৃহস্পতিতে প্রবেশের ব্যাপারে নিশ্চিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নাসার নাসার এক ল্যাবরেটরির স্ক্রিনে ভেসে আসে সেই আনন্দের খরব, ‘বৃহস্পতিতে স্বাগত’। এই খবর পেয়ে উল্লাস করতে থাকেন নাসার জুনো টিমের সদস্যরা। একজন মন্তব্য করেন, ‘সত্যিই এটি বিষ্ময়কর’।

বৃহস্পতি ছুঁয়েছে নাসার মহাকাশযান ‘জুনো’
নাসা জানিয়েছে, জুনোর মধ্যে থাকা মূল কম্পিউটারটির মেমরি একটি সাধারণ ল্যাপটপের মেমরির সমান৷ কম্পিউটারটির মধ্যে ২৫৬ মেগাবাইটের ফ্ল্যাশ মেমরি ও ১২৮ মেগাবাইটের ডায়নামিক ব়্যান্ডম অ্যাক্সেস মেমরি(ডিআরএএম) রয়েছে৷ এখনও পর্যন্ত জুনোই হল প্রথম মহাকাশযান যা সৌরজগতে সবচেয়ে বেশি পথ অতিক্রম করেছে৷ গত জানুয়ারিতে সূর্য থেকে ৪৯৩ মিলিয়ন মাইল(৭৯৩ মিলিয়ন কিলোমিটার) পথ অতিক্রম করে এই রেকর্ড করেছিল জুনো৷ সূত্র: বিবিসি
/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাঙামাটিতে দুই জনকে গুলি করে হত্যা
রাঙামাটিতে দুই জনকে গুলি করে হত্যা
জয়িতা আঁকলেন সুরে সুরে রবির ছবি
জয়িতা আঁকলেন সুরে সুরে রবির ছবি
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক