X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ ‘সাময়িকভাবে বিচ্ছিন্ন’ করা হয়েছে: ইকুয়েডর

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০১৬, ০৯:১৯আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ০৯:২৩
image

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনি প্রচারণার ইমেইল ফাঁসের মাঝেই বিকল্পধারার সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইকুয়েডর কর্তৃপক্ষ। মঙ্গলবার দেশটির সরকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করেছে।

লন্ডনের ইকুয়েডর দূতাবাস

ইকুয়েডরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ২০১২ সালে অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টিকে এখনও সঠিক মনে করছে এবং তাকে রক্ষা করবে। তবে তারা অন্য দেশের সার্বভৌমত্বকেও সম্মান করে এবং অন্য দেশে অনুষ্ঠিত কোনও নির্বাচনের প্রার্থীকে বিশেষ সমর্থনও দেয় না। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা জানিয়েছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি জনসমক্ষে নিয়ে আসার দায়-দায়িত্ব একান্তভাবেই উইকিলিকসের।

এর আগে সোমবার রাতে উইকিলিকসের এক অফিশিয়াল টুইটার বার্তায় জানানো হয়, ‘আমরা নিশ্চিত করছি, শনিবার গ্রিনিচ মান সময় ৫টায় গোল্ডম্যান শ্যাস-এ দেওয়া ক্লিনটনের ভাষণ প্রকাশের কিছুক্ষণ পরই ইকুয়েডর অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।’ এই অভিযোগের ২৪ ঘন্টার মধ্যেই আসলো ইকুয়েডরের স্বীকারোক্তি।  

হিলারির নির্বাচনি প্রচারণা শিবিরের চেয়ারম্যান জন পোডেস্তার ইমেইল ফাঁসের পরপরই এই কথা জানায় উইকিলিকস। সোমবার উইকিলিকসের ইমেইল ফাঁস অব্যাহত থাকে। যা হিলারির বিষয়ে ফাঁস করা ইমেইলের দশম খণ্ড। বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান শ্যাস-এ দেওয়া হিলারির কয়েকটি ভাষণও সেখানে রয়েছে। ওই প্রতিটি ভাশণের জন্য হিলারি পেয়েছেন দুই লাখ ২৫ হাজার ডলার করে।

জুলিয়ান অ্যাসাঞ্জ

মঙ্গলবার উইকিলিকসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একাধিক সূত্রের বরাত দিয়ে উইকিলিকস জানিয়েছে, গত মাসে কলম্বিয়ায় ফার্ক বিদ্রোহীদের সঙ্গে দেশটির সরকারের শান্তি চুক্তি স্বাক্ষরের সময়ে ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়াকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যাসাঞ্জকে হিলারির তথ্য ফাঁস আটকাতে পদক্ষেপ নিতে অনুরোধ করেছিলেন। এরই ফলশ্রিতিতে অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে উইকিলিকসের দাবি।

তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। অপরদিকে, কোরেয়ার বামপন্থী সরকার জানিয়েছে, তারা তাদের আগের অবস্থানেই রয়েছে। আর কোনও বিদেশি চাপে ওই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। ইকুয়েডরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই বিষয়টিও পরিষ্কার নয় যে, কতোদিন পর্যন্ত অ্যাসাঞ্জের ইন্টারনেট ব্যবহারের ওপর ওই ‘সাময়িক নিষেধাজ্ঞা’ জারি থাকবে। 

উল্লেখ্য, অ্যাসাঞ্জ ২০১২ সালের ১৯ জুন ইকুয়েডর দূতাবাসে পালিয়ে এসে সুইডেনে নির্বাসন এড়াতে সমর্থ হন, সুইডেনে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে। আশঙ্কা করা হচ্ছিল, তিনি মামলার জন্য সুইডেনে গেলে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে। সুইডেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। ব্রিটিশ কর্তৃপক্ষ জানায়, তিনি পালানোর চেষ্টা করলেই তাকে গ্রেফতার করা হবে। দূতাবাস ভবনের সামনে সব সময় ব্রিটিশ পুলিশ মোতায়েন রয়েছে।

সূত্র: এপি।

/এসএ/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা