X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

অভিবাসননীতির সুযোগ নিয়েই জঙ্গিরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৭, ১৮:১৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৮:২৭
image

ম্যানহাটনে সংঘটিত হামলাকে যুক্তরাষ্ট্রের অভিবাসননীতির ফলাফল আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কের ম্যানহাটনের ব্যস্ত বাস টার্মিনালে বোমা বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের সঙ্গে আকায়েদ উল্লাহ নামে এক বাংলাদেশির সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানায় নিউ ইয়র্ক পুলিশ। হামলায় আকায়েদসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। অভিবাসননীতির সুযোগ নিয়েই জঙ্গিরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে: ট্রাম্প

সিবিএস নিউজ জানায়, আকায়েদের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে বাবা-মায়ের সঙ্গে সে যুক্তরাষ্ট্রে আসে। পরে আকায়েদ স্থায়ী মার্কিন অধিবাসী হিসেবে নিউ ইয়র্কের ব্রুকলিনে বসবাস করতে শুরু করে।   মার্কিন অভিবাসন নীতিতে আত্মীয়স্বজনের বদৌলতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ রয়েছে। ট্রাম্প সোমবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে কংগ্রেসকে সেই সুযোগ পুনর্বিবেচনায় আহ্বান জানান।

মার্কিন কংগ্রেসের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘পরিবারভূক্তদের অভিবাসী হওয়ার সুযোগ নিয়েই (ফ্যামিলি চেইন নীতি) এই সন্দেহভাজন জঙ্গি যুক্তরাষ্ট্রে প্রবেশে সক্ষম হয়েছে। এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। আমেরিকার অবশ্যই অভিবাসন নীতিকে সুরক্ষিত করা উচিত। এই নীতির কারণেই খুবই ভয়াবহ ব্যক্তিরা নির্বিচারে যুক্তরাষ্ট্র প্রবেশে সক্ষম হয়।’

২০১১ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বাংলাদেশি-আমেরিকান আকায়েদ উল্লাহ। কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ২৭ বছর বয়সী আকায়েদ ২০১১ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দফতর ডিএইচএস বলছে,  এফ-ফরটি থ্রি ভিসা পেয়ে আকায়েদ যুক্তরাষ্ট্রে প্রবেশে সক্ষম হন। এফ ফরটি-থ্রি ভিসার আওতায় বৈধ মার্কিন নাগরিকদের সন্তানেরা যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পায়। ডিএইচএস জানিয়েছে, আকায়েদের বাবা-মা যুক্তরাষ্ট্রে প্রবেশ করে এফ ফরটি ওয়ান ভিসাধারী হিসেবে। এফ ফরটি ওয়ান ভিসার আওতায় কোনও মার্কিন নাগরিকের সহোদর/সহোদরা যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পায়। তবে আকায়েদের বাবা-মা কার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন তা জানা যায়নি।

উল্লেখ্য, বিভক্তির নীতিকে নির্বাচনী প্রচারণার হাতিয়ার করে ক্ষমতা গ্রহণের পরই ২৭ জানুয়ারি এক নির্বাহী আদেশে সাত মুসলিম-প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। পরে সিয়াটলের একজন বিচারক ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেন। ট্রাম্প প্রশাসন ওই আদেশের বিরুদ্ধে আপিল করলেও সান-ফ্রান্সিসকোভিত্তিক তিন বিচারকের প্যানেল তা খারিজ করেন।

১০ ফেব্রুয়ারি ট্রাম্প নিষেধাজ্ঞাটি পুনর্বিবেচনার কথা জানান। বলেন, ‘খুব সামান্যই পরিবর্তিত হবে’। এরপর ১৬ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছিলেন, নতুন করে জারি করতে যাওয়া নির্বাহী আদেশটিতে আগের নির্বাহী আদেশের ব্যাপারে আদালতের তোলা প্রশ্নগুলোর মীমাংসা করা হবে।

৬ মার্চ সাত মুসলিম-প্রধান দেশের নাগরিকদের ওপর স্থগিত হয়ে যাওয়া নিষেধাজ্ঞা সংশোধন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নিষেধাজ্ঞা জারি করেন। এ বিষয়ে এক নির্বাহী আদেশে স্বাক্ষরের মধ্য দিয়ে জারি করা নতুন নিষেধাজ্ঞায় আগের তালিকায় থাকা ইরাককে বাদ দেওয়া হয়। তবে অপর ছয়টি দেশের নাগরিকদের জন্য নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।

 

/বিএ/
সম্পর্কিত
বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতায় উদযাপিত হলো ‘জাতীয় সংবিধান দিবস’
২০২৪ সালের দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় বাংলাদেশ ১৬তম
বিএনপির প্রবাসী নেতাদের গ্রেফতারের অপেক্ষায় অ্যাসাইলাম শিকারিরা
সর্বশেষ খবর
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা