X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

বিশ্বজুড়ে বিলুপ্তির হুমকিতে ১২০০ প্রাণী প্রজাতি

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৯, ১৬:১০আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৬:১৫
image

বিশ্বজুড়ে ১২০০-রও বেশি প্রাণী প্রজাতি তাদের ৯০ শতাংশেরও বেশি আবাসস্থলে টিকে থাকার হুমকিতে আছে। কোনও ধরনের সংরক্ষণের উদ্যোগ না নেওয়া হলে ‘অনেকটা নিশ্চিতভাবেই বিলুপ্তি’র মুখে পড়বে তারা। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় ও ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির বিজ্ঞানীরা সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে এমন আশঙ্কা জানিয়েছেন।

প্রতীকী ছবি
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, প্রজাতির আবাসস্থলের ৫,৪৫৭ প্রজাতির পাখি, স্তন্যপায়ী প্রাণী ও উভচর প্রাণীর আবাসস্থল নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা। পিএলওএস বায়োলজিতে নতুন গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এতে কৃষি, নগরায়ন, রাত্রিকালীন আলোকসজ্জা, সড়ক, রেল, পানি পথ ও জনসংখ্যার ঘনত্বের মতো হুমকিগুলোর কারণে প্রজাতিগুলো যেসব জায়গায় বেশি ক্ষতিগ্রস্ত হয় সেগুলোকে ‘হটস্পট’ নাম দেওয়া হয়েছে। আর এ ধরনের হুমকি থেকে পালিয়ে প্রাণি প্রজাতিরা যেসব জায়গায় আশ্রয় নেয়, সেগুলোকে ‘কুলস্পট” নাম দেওয়া হয়েছে।

গবেষকরা শুধু সেসব হুমকিকে বিবেচনায় নিয়েছেন যেগুলো প্রজাতি আবাসের এলাকায় কোনও প্রজাতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য দায়ী। বিজ্ঞানীরা বলছেন, তারা যে সংখ্যক প্রাণী প্রজাতিকে গবেষণার আওতায় নিয়েছিলেন তার প্রায় এক চতুর্থাংশই তাদের ৯০ শতাংশ চলাচলের এলাকায় হুমকির কবলে পড়েছে। ৭ শতাংশ অর্থাৎ ৩৯৫ প্রজাতির ক্ষেত্রে এ পরিস্থিতি খুব বেশি খারাপ ছিল। এরা তাদের পুরো আবাস এলাকায় কমপক্ষে একটি প্রাসঙ্গিক হুমকির মধ্যে পড়ে।

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক জেমস অ্যালান বলেন, ‘এ ফলাফলগুলো খুব উদ্বেগের। এর কারণ যে হুমকিগুলো আমরা শনাক্ত করেছি তা প্রজাতির জন্য সুনির্দিষ্ট। প্রাণি প্রজাতির সংখ্যা হ্রাস ও তাদের বিলুপ্তির হুমকি তৈরির মুখ্য কারণ এগুলো। যখন কোনও হুমকি কোনও প্রজাতির ওপর আছড়ে পড়ে তখন আমরা জেনে যাই এ প্রজাতির সংখ্যা কমতে থাকবে।’

অ্যালান জানিয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে হটস্পট ও কুলস্পট পাশাপাশি পাওয়া গেছে। তিনি বলেন, ‘আমাদেরকে অবশ্যই কুলস্পটগুলোর সুরক্ষা নিশ্চিত করতে হবে। এসব এলাকায় যেন হুমকি তৈরি না হয় তার দিকে লক্ষ্য রাখতে হবে। আশা করার মতোও জায়গা আছে। তাহলো, আমরা যে হুমকিগুলো শনাক্ত করেছি, সেগুলোকে সংরক্ষণ প্রচেষ্টার মাধ্যমে রুখে দেওয়া সম্ভব।’

যেসব দেশে প্রাণি প্রজাতির আবাস বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে আছে-ব্রাজিল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, মিয়ানমার ও থাইল্যান্ড। হুমকির কবলে পড়া প্রাণীদের বিকল্প আশ্রয়স্থল বা কুলস্পটগুলোর বেশিরভাগের অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়া, অ্যামাজন জঙ্গল এবং আন্দেজ ও লাইবেরিয়ার কিছু এলাকায়।  

/এফইউ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই