X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

কাবুলে তথ্য মন্ত্রণালয় ভবনে হামলায় নিহত ৭, তালেবানের দায় অস্বীকার

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৯, ২১:৪৯আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২১:৪৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে তথ্যমন্ত্রণালয় ভবনে বন্দুকধারীদের হামলা ও বিস্ফোরণে সাত জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। নিহতদের মধ্যে চার বেসামরিক ব্যক্তি ও তিন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এছাড়া অপর আটজন আহত হয়েছে। কাতারে তালেবান বিদ্রোহী ও আফগান সরকারের মধ্যকার শান্তি আলোচনা স্থগিতের একদিন পর এই হামলার ঘটনা ঘটলেও গোষ্ঠীটি এই হামলার দায় অস্বীকার করেছে। কাবুলে তথ্য মন্ত্রণালয় ভবনে হামলায় নিহত ৭, তালেবানের দায় অস্বীকার

শনিবার কাবুলের ব্যস্ততম মধ্যাঞ্চলে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই এলাকায় শহরের সবচেয়ে জনপ্রিয় সেরেনা হোটেল ও অন্য কয়েকটি মন্ত্রণালয় ভবন এবং প্রেসিডেন্টের বাসভবন রয়েছে। কঠোর নিরাপত্তা বেষ্টিত সেরেনা হোটেলে এখনও বিদেশি পর্যটকেরা ব্যবহার করে থাকেন। আর ১৮ তলা উঁচু তথ্য মন্ত্রণালয় ভবন কাবুলের সর্বোচ্চ ভবনগুলোর একটি বলে মনে করা হয়।

স্থানীয় সময় শনিবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। মন্ত্রণালয়ের একটি সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে, তিন হামলাকারীর একজন ভবনের মধ্যে ঢুকে পড়তে সক্ষম হয়।

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন তাদের গোষ্ঠী শনিবারের হামলায় দায়ী নয়। তালেবান ছাড়াও কাবুলে সম্প্রতি বেশ কয়েকটি হামলা চালিয়েছে আইএস এর আফগানিস্তান শাখা। তবে ওই গোষ্ঠীটি এখনও শনিবারের হামলার দায় স্বীকার করেনি।

শুক্রবার কাতারের সেন্টার ফর কনফ্লিক্ট অ্যান্ড হিউমানিটারিয়ান স্টাডিসের পরিচালক সুলতান বারাকাত এক টুইট বার্তায় তালেবান বিদ্রোহী ও আফগান সরকারের মধ্যকার আলোচনা স্থগিতের কথা জানান। এই আলোচনার আয়োজন করেছিল তার সংস্থাটি। বারাকাত জানান, আলোচনায় কে কে অংশ নেবেন তা নিয়ে বিতর্কের জেরে ওই শান্তি আলোচনা স্থগিত হয়।

 

/জেজে/
সম্পর্কিত
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
সর্বশেষ খবর
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা