X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ব্রিটেনে ব্রেক্সিট বিভ্রাট, শঙ্কিত বাংলাদেশিরাও

মুনজের আহমদ চৌধুরী, ‌লন্ডন
০৮ জুলাই ২০১৯, ১৯:৪৮আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২০:১০
image

ব্রিটেনে নতুন প্রধানমন্ত্রিত্বের দৌড় ও ব্রেক্সিট সংক্রান্ত ঘটনাপ্রবাহে উদ্বিগ্ন বাংলাদেশি ব্রিটিশরাও। ব্রেক্সিট কার্যকর হওয়ার আগেই যুক্তরাজ্যের অভিবাসী সম্প্রদায়ের ওপর এর প্রভাব দৃশ্যমান হচ্ছে। বড় কোম্পিানিগুলো ব্রিটেন থেকে তাদের প্রধান কার্যালয় সরিয়ে নিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। গত তিন বছরে ব্রিটেনের বহু প্রতিষ্ঠান তাদের আকার সীমিত করে এনেছে। এরইমধ্যে চাকরি হারিয়েছেন অনেক ব্রিটিশ বাংলাদেশি। ব্রিটেন প্রায় নব্বই শতাংশ নিত্যপণ্য ইউরোপ থেকে আমদানি করতে হয়। ইউরোর সঙ্গে পাউন্ডের দামের তারতম্য কমায় সেই নিত্যপণ্যের বাজারে কয়েক দফা দাম বেড়েছে। আর এর প্রভাবে সেখানে অবস্থানরত বাংলাদেশিরা দু‌র্ভোগ পোহা‌চ্ছেন। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, ব্রেক্সিট কার্যকরের পর এই দুর্ভোগ আরও বাড়বে। তখন ইউরোপীয় আইন-আদালত আর বলবৎ থাকবে না। সেখানকার বাংলাদেশিদের একটি রক্ষাকবচ হারিয়ে যাবে। 

ব্রিটেনে ব্রেক্সিট বিভ্রাট, শঙ্কিত বাংলাদেশিরাও

২০১৬ সালে অনুষ্ঠিত এক গণভোটে ব্রেক্সিটের (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে আসা) পক্ষে রায় আসার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন থেরেসা। গত তিন বছর ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে কাজ করেছেন তিনি। ২০১৯ সালের ২৯ মার্চ রাত ১১টায় ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ত্যাগের কথা ছিল যুক্তরাজ্যের। ব্রেক্সিট পরবর্তীকালে ইইউ’র সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের শর্ত নির্দিষ্ট করে তৈরি হওয়া ব্রেক্সিট চুক্তি ব্রিটিশ পার্লামেন্টে পাস করানোর বাধ্যবাধকতা থাকলেও থেরেসা মে তিন দফায় তা করাতে ব্যর্থ হন। তবে ইইউ নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে ৩১ অক্টোবর পর্যন্ত ব্রেক্সিট বিলম্বিত করতে সমর্থ হন তিনি। গত ৭ জুন আনুষ্ঠানিকভাবে দলীয় নেতৃত্ব থেকে সরে দাঁড়ান থেরেসা। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী পদে বহাল থাকলেও ব্রেক্সিট প্রশ্নে তার কোনও নিয়ন্ত্রণ থাকছে না। নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। 

প্রধানমন্ত্রিত্বের দৌ‌ড়ে এগিয়ে থাকা জনসন বল‌ছেন, ‌নো ডিল ব্রে‌ক্সিট তি‌নি দ্রুত বাস্তবায়ন কর‌বেন। ত‌বে দ‌লের ভেত‌রে বাইরেশ তার সমা‌লোচক‌দের বক্তব্য হ‌চ্ছে, ব্রে‌ক্সিট নিয়ে ব‌রিস যা বল‌ছেন তা আসলে বর্ণবাদে সমা‌লো‌চিত ব্রে‌ক্সিট পা‌র্টির নেতা নাইজেল ফারাজের বক্তব্য। ব্রি‌টে‌নের রাজ‌নৈ‌তিক বি‌শ্লেষকরা বল‌ছেন, ব্রে‌ক্সিট ইস্যু‌কে ঘি‌রে ব্রি‌টে‌নের রাজনী‌তির নাটাই এবার সরাস‌রি উগ্র ডানপন্থী না‌ইজেল ফারাজ‌দের নিয়ন্ত্রণে যা‌চ্ছে। আর নাইজেল ফারাজ‌দের প‌রিক‌ল্পিত ব্রে‌ক্সি‌টের মূল লক্ষ্যপথটিই বর্ণবাদী। অশ্বেতাঙ্গ ও মুসলমান‌দের প্রতি বি‌দ্বে‌ষের জে‌রে দেশ‌টির অভিবাসী সম্প্রদায়ের মধ্যে ফারাজ তুমুল সমা‌লো‌চিত। 

নাইজেল এরইম‌ধ্যে সংবাদ সম্মেলন ক‌রে বলে‌ছেন, তারা যে ধর‌নের ব্রে‌ক্সিট চান, জনসন নির্বাচিত হ‌লে ঠিক সেই রক‌মের ব্রে‌ক্সিট সম্ভব। কিন্তু কীভাবে তা সম্ভব হবে কিংবা চুক্তিবিহীন ব্রেক্সিটে কী থাকবে তার কিছুই জনসন কিংবা ফারাজ খোলাসা কর‌ছেন না। সবশেষ প‌রিসংখ্যান অনুসা‌রে ব্রি‌টে‌নে প্রায় সাড়ে চার লাখ ব্রি‌টিশ বাংলা‌দেশির বসবাস। ব্রি‌টিশ নাগ‌রিকত্ব নেই এমন বিপুল সংখ্যক বাংলা‌দেশি ছাড়াও ইউরোপের বি‌ভিন্ন দে‌শের পাস‌পোর্টধারী বাংলা‌দেশিরাও ব্রি‌টে‌নে বসবাস ক‌রেন। এর বাইরে আছেন দেশ‌টি‌তে বসবা‌সের বৈধতাহীন বাংলা‌দেশিরাও। সবমিলে মোটামোটি ৬ লাখ বাংলাদেশি রয়েছেন যুক্তরাজ্যে। 

শেষ পর্যন্ত ব্রে‌ক্সিট বাস্তবায়ন হ‌বে কিনা, তা নি‌য়ে সংশ‌য়ে আছেন ব্রি‌টিশ রাজনী‌তি‌করাও। লন্ড‌নের নিউহাম বারার ডেপু‌টি ‌কে‌বি‌নেট মেম্বার ও কাউন্সিলর মু‌জিবুর রহমান জ‌সিম বাংলা ট্রি‌বিউন‌কে ব‌লেন, ‘থেরেসা মে’র ব্যর্থতার পর পার্লা‌মেন্টে নতুন যি‌নি প্রধানমন্ত্রী হ‌বেন তি‌নি ব্রে‌ক্সিট বিল নিয়ে কী করবেন, সেটাই প্রশ্ন। আমার মতে সবার আগে দেশে আরেকটি সাধারণ নির্বাচন দরকার। ইউরোপীয় ইউনিয়ন থে‌কে বে‌রি‌য়ে গে‌লে ব্রিটেন চল‌তে পার‌বে না, এটা অমূলক ধারণা।’ 

ব্রি‌টিশ পুঁজিবাজারকেন্দ্রিক অর্থনৈ‌তিক প্রতিষ্ঠান হা‌বিব সন্স ক্যা‌পিটা‌লের চিফ স্ট্রাটেজিস্ট আহমেদ হুমায়ূন হাবীবের আশঙ্কা, ব্রে‌ক্সিট বি‌শ্ব রাজনী‌তি‌তে ব্রি‌টে‌নের ক্ষমতা‌কে খর্ব কর‌বে। পরবর্তী দশ বছ‌রে অর্থনী‌তির আকার দশ থে‌কে প‌নে‌রো শতাংশ ছোট হ‌বে। যার ফল ভোগ কর‌বে সাধারণ মানুষ। সে কার‌ণে ব্রে‌ক্সিট দীর্ঘ‌মেয়া‌দে ব্রি‌টে‌নের জন্য মঙ্গলজনক হবে না। 

আমদানিকারক ও মা‌নি ট্রান্সফার ব্যবসায়ী ও বিভিন্ন সমীক্ষার ফলাফল বল‌ছে, ‌ব্রে‌ক্সি‌ট কার্যকর হ‌লে ব্রি‌টে‌নের অর্থনী‌তি শুরু‌তেই বড় চা‌পে পড়‌বে, এমন নয়। ইউরোর থেকে পাউন্ডের দাম বেশ খানিকটা বেশি ছিল। সেই দাম অনেকখানি হ্রাস পেয়েছে। ফলে ইউরোর সঙ্গে পাউন্ডের বিনিময়মূল্যের ব্যবধানও কমে গেছে। ২০১৬ সালে যেখানে ১০০ ইউরোর বিনিময় মূল্য ৭০ ব্রিটিশ পাউন্ডের সমান ছিল, ২০১৯ সালে এসে সেই ১০০ ইউরো ৮৯ ব্রিটিশ পাউন্ডের সমান হয়েছে। ব্রে‌ক্সিট কার্যকর হ‌লে আরও এক দফায় ইউরোর বিপরী‌তে পাউন্ডের দাম কম‌বে। ‌এই অবমূল্যায়নের ফলে জি‌নিসপ‌ত্রের দাম আরেক দফা বাড়‌বে। 

ব্রি‌টে‌নে তিন দশক ধ‌রে বসবাসরত ক‌লেজ শিক্ষক ও লেখক ড. রেনু লুৎফা বাংলা ট্রি‌বিউন‌কে ব‌লেন, ‘বৃটিশ আইনে ন্যায়‌বিচার না পে‌লে এখন ইউরো‌পীয় আদালতের শরণাপন্ন হওয়ার সু‌যোগ আছে। ব্রে‌ক্সি‌টের পর সে সু‌যোগ থাক‌বে না। জিনিসপত্রের দাম আরও বাড়বে। নতুন দেশের সঙ্গে ব্যবসার সুবিধা থাকবে বলা হলেও এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়নি। বাংলাদেশিরা মনে করেছিলেন তারা বের হলেই দেশ থেকে রেস্টুরেন্ট স্টাফ আনতে পারবেন। আসলে বিষয়টা এতোটা সহজ নয়। বাংলাদেশে দক্ষ শ্রমিকদের অভাব রয়েছে। সুতরাং বাংলাদেশিদের জন্য তেমন সুযোগ আছে বলে মনে করছি না। নতুন সম্ভাবনার পথ খুঁজতে হবে।’ 

প্রবীণ ক‌মিউনিটি নেতা ও ইউকে বাংলা প্রেসক্লা‌বের সদস্য স‌চিব কে এম আবু তা‌হির চৌধু‌রী ব‌লেন, ‘ব্রে‌ক্সিট বাস্তবা‌য়িত হ‌লে জি‌নিসপ‌ত্রের দাম হু হু ক‌রে বাড়‌বে।’ 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ পুতিনের: কিয়েভে রুশ ড্রোন হামলা, হতাশ ট্রাম্প
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল