X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডন কাউন্সিলের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগে মামলা

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০১৯, ২০:৩৩আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২০:৩৬

যুক্তরাজ্যের পূর্ব লন্ডন কাউন্সিলের বিরুদ্ধে বর্ণ ও লিঙ্গবিরোধী মামলা দায়ের করেছেন দুর্নীতিবিরোধী এক তদন্তকারী। তার অভিযোগ শ্বেতাঙ্গ হওয়ায় তাকে বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের কাউন্সিল থেকে বরখাস্ত করা হয়েছে। মার্ক এডমুন্ডস নামের ওই তদন্তকারী পূর্ব লন্ডনের এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে ৫ লাখ ২৯ হাজার ব্রিটিশ পাউন্ড ক্ষতিপূরণ চেয়ে এই মামলা করেছেন। ওই কাউন্সিলের বেশিরভাগকর্মী ব্রিটিশ-বাংলাদেশি। এডমুন্ডস-এর অভিযোগ, তিনি যখন তদন্ত পরিচালনা করছিলেন তখন তাকে ভয় দেখানো হয়েছে। বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডন কাউন্সিলের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগে মামলা

পূর্ব লন্ডনের এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে মার্ক এডমুন্ডস বলেছেন, তাকে অনাবশ্যক বানিয়ে কার্যকরভাবে বরখাস্ত করা হয়। কারণ তিনি একজন ‘শ্বেতাঙ্গ হয়ে প্রধানত বাংলাদেশি কর্মীদের বিরুদ্ধে তদন্ত কাজ করছিলেন। অথচ বাংলাদেশি কর্মীদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ছিল’।

পূর্ব লন্ডনের এই কাউন্সিলের অখ্যাতির ইতিহাস রয়েছে। ২০১০ সালে এই কাউন্সিলে ব্রিটেনের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র নির্বাচিত হয়েছিলেন লুৎফর রহমান। ২০১৪ সালে পুননির্বাচনে জালিয়াতির দায়ে আদালত তাকে বরখাস্ত করে। তবে এই অভিযোগ সবসময়ই অস্বীকার করেছেন তিনি। এই কাউন্সিল ব্যবস্থার মধ্যে জালিয়াতির মারাত্মক অভিযোগ ওঠায় তদন্ত করেন মার্ক এডমুন্ডস। তার তদন্তের কারণে বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত কর্মীকে বরখাস্ত করা হয়।

ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে তিনি বলেন, আমার তদন্তের ইতিহাস তুলে ধরে হুমকি আর ভয় দেখানো চরম বাস্তব ও মারাত্মক ছিল। তিনি আরও বলেন, ‘এর সঙ্গে যখন আমি তদন্ত চালাই তখন নিয়মিতভাবে আমার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ ও হয়রানি করা হয়েছে। আমি যখন কাজ করছিলাম তখন আমাকে ভয় দেখানো ও তদন্তকে ভুল পথে নিতে এসব করা হয়েছে’।

টাওয়ার হ্যামলেটসের আইনজীবীরা মার্ক এডমুন্ডসের অভিযোগের যথার্থতাকে চ্যালেঞ্জ করেছেন। এই মামলার শুনানি অব্যাহত রয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে তা শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক