X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এনআরসি: বিধানসভায় যৌথ প্রস্তাব আনবে সিপিআইএম, কংগ্রেস ও তৃণমূল

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৬

আসমের নাগরিক তালিকা বা এনআরসি নিয়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে কোণঠাসা করতে বিধানসভায় যৌথ প্রস্তাব আনতে যাচ্ছে সিপিআইএম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে এই প্রস্তাব আনা হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

এনআরসি: বিধানসভায় যৌথ প্রস্তাব আনবে সিপিআইএম, কংগ্রেস ও তৃণমূল

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা আব্দুল মান্না বলেন, ‘গত দুদিন ধরে, আসমের এনআরসির বিরুদ্ধে আমাদের (বাম ও কংগ্রেস) প্রস্তাব আনতে দেওয়া নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল তৃণমূল কংগ্রেস। আজ (বুধবার) তারা রাজি হয়েছে। এখন এটা ঠিক হয়েছে, শুক্রবার একসঙ্গে প্রস্তাব আনবে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বাম ও কংগ্রেস। এটা নিয়ে আলোচনা হবে।

২৬ আগস্ট বিধানসভার বিশেষ অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে মূল্যবৃদ্ধি ও পে কমিশনের মতো বিষয়গুলি নিয়ে আলোচনার দাবি জানিয়েছে বাম এবং কংগ্রেস। তবে তাদের সেই দাবি খারিজ হয়ে যায়।

৩১ আগস্ট এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর ১৯ লাখ মানুষের নাম বাদ পড়ে। বিষয়টি নিয়ে আলোচনার দাবি তোলে বামফ্রন্ট এবং কংগ্রেস। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘তবে গত দুদিন ধরে এই দাবি মানা হচ্ছিল না। সেই কারণে আমরা মনে করেছিলাম, যেসব মানুষ এনআরসির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন, তাদের দুর্ভোগ সম্পর্কে চিন্তিত নয় তৃণমূল কংগ্রেস। তবে আজ তারা জানায়, তারা যৌথ প্রস্তাব আনবে।

পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, এই কঠোর নিয়মের বিরোধিতা করার সময় এসেছে।

বিজেপি নেতা মনোজ টিগ্গা জানান, প্রস্তাবের বিরোধিতা করবে তার দল। তিনি বলেন, ‘জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে, অনুপ্রবেশকারীদের তাড়াতে এনআরসি করা হয়েছে। তারা যদি এর বিরোধিতা করে, তারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।

এর আগে সোমবার তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে, এনআরসির বিরোধিতায় ৭ ও ৮ সেপ্টেম্বর রাজ্যজুড়ে প্রতিবাদ করবে তারা।

উল্লেখ্য, আসমের চূড়ান্ত এনআরসিতে তালিকাভুক্তির জন্য আবেদন করেছিলেন ৩ কোটি ৩০ লাখ ২৭ হাজার ৬৬১ জন। এদের মধ্যে চূড়ান্ত তালিকায় ঠাঁই পেয়েছেন ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জন। বাদ পড়েছেন ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন।

 

/এএ/
সম্পর্কিত
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ