X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

আদালতে যাওয়ার পথে ধর্ষণের শিকার নারীর গায়ে আগুন

বিদেশ ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৯, ২০:৫০আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২১:১০
image

ধর্ষণ মামলার শুনানিতে অংশ নিতে আদালতে যাওয়ার পথে নির্যাতনের শিকার এক নারীর (২৩) গায়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই নারী এখন লক্ষ্ণৌর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের ৯০ শতাংশই পুড়ে গেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভারতের উত্তরপ্রদেশের উন্নাওতে তাকে পুড়িয়ে মারার চেষ্টা হয়।

আদালতে যাওয়ার পথে ধর্ষণের শিকার নারীর গায়ে আগুন

ভারতের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, উন্নাও জেলার ওই নারী চলতি বছরের মার্চে তার গ্রামের দুই পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন। ওই মামলার শুনানির জন্য বৃহস্পতিবার আদালতের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বাড়ি থেকে বের হয়ে একটি ট্রেন স্টেশনে পৌঁছালে একদল লোক তাকে আক্রমণ করে এবং একটি মাঠে নিয়ে যায়। সেখানেই তারা তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে তাকে লক্ষ্ণৌয়ের ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই নারীর শরীরে আগুন দেয় পাঁচ ব্যক্তি। এদের মধ্যে ধর্ষণ মামলার দুই আসামিও রয়েছে। শরীরে আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আদালতে যাওয়ার পথে ধর্ষণের শিকার নারীর গায়ে আগুন

ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ষণের মামলা দায়ের পরে মূল অভিযুক্তদের মধ্যে একজনকে উত্তরপ্রদেশ পুলিশ গ্রেফতার করলেও পরে জামিন পেয়ে যায় সে। অন্য অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাদের দাবি, ওই পলাতক অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এবং তার বিরুদ্ধে একটি লুকআউট নোটিস জারি করেছে।

এর আগে ২০১২ সালে চলন্ত বাসে নির্ভয়া নামে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ভারতজুড়ে ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল। তবে এ ঘটনার সাত বছর পেরিয়ে গেলেও এখনও রায় ঘোষণা হয়নি। সম্প্রতি ফের এ ধরনের ঘটনাগুলোতে সরকারের সমালোচনা করছেন অনেকেই। 

সরকারি এক হিসেবেই, শুধু ২০১৭ সালেই ধর্ষণের অভিযোগে ৩৩ হাজার ৬৮৫টি মামলা দায়ের করা হয়েছে। যে হিসাবে ভারতে প্রতিদিন প্রায় ৯২টি ধর্ষণের ঘটনা ঘটে। 

/এইচকে/
সম্পর্কিত
মিয়ানমারে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান মালয়েশিয়ার
শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন এরদোয়ান
অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গে ৯ বাংলাদেশি গ্রেফতার
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯ সন্তানের বাবাও আইসিইউতে
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯ সন্তানের বাবাও আইসিইউতে
প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে খোলামেলা কথা হয়েছে: জমিয়ত মহাসচিব
প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে খোলামেলা কথা হয়েছে: জমিয়ত মহাসচিব
নওয়াজের ব্যাটিং ঝড়ে লাহোরকে ২০২ রানের লক্ষ্য দিলো কোয়েটা
নওয়াজের ব্যাটিং ঝড়ে লাহোরকে ২০২ রানের লক্ষ্য দিলো কোয়েটা
রাজনীতির মাঠে ছাত্রদের দলকে ‘অনূর্ধ্ব-১৯’ টিম বলে আখ্যা দিলেন কায়সার কামাল
রাজনীতির মাঠে ছাত্রদের দলকে ‘অনূর্ধ্ব-১৯’ টিম বলে আখ্যা দিলেন কায়সার কামাল
সর্বাধিক পঠিত
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি