X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘কেন নাগরিকত্ব আইন, ঢাকাকে আমরা সেটা বুঝিয়ে দিয়েছি’

রঞ্জন বসু, দিল্লি
৩১ জানুয়ারি ২০২০, ০৪:৫৬আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ২৩:৫৪

অবশেষে ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নাগরিকত্ব আইন কেন আর কী প্রয়োজনে আনা হয়েছে বাংলাদেশের কাছে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে’। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার

গত ১১ ডিসেম্বর ভারতের পার্লামেন্টে নতুন নাগরিকত্ব সংশোধনী আইন পাস হওয়ার পর দেশের ভেতরে যেমন তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ শুরু হয়েছে, তেমনি প্রতিবেশি বাংলাদেশের সঙ্গেও কূটনৈতিক সম্পর্কে একটা অস্বস্তি তৈরি হয়েছে। বিশেষত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে ভারতের পার্লামেন্টে বলেছিলেন, ‘বাংলাদেশে এখনও নরসংহার থামেনি বলেই এই বিল আমাদের আনতে হয়েছে’ – সেটাও ঢাকাকে কোনও ইতিবাচক বার্তা দেয়নি। অমিত শাহের মন্তব্যের পর পরই বাংলাদেশের অন্তত তিনজন মন্ত্রী তাদের পূর্বনির্ধারিত ভারত সফর বাতিল করেন বা পিছিয়ে দেন। এদের মধ্যে ছিলেন পররাষ্ট্র মন্ত্রী একে আবদুল মোমেন, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তবে গত সপ্তাহে ‘গাল্ফ নিউজ’কে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে প্রথম মুখ খোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পরিষ্কার জানান, কেন ভারত এই নাগরিকত্ব আইন আনতে গেল সেটা তিনি বুঝতে পারছেন না। ‘এটা সম্পূর্ণ অপ্রয়োজনীয় ছিল’ বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর মন্তব্যের পর বিষয়টি নিয়ে প্রথম বারের মতো প্রতিক্রিয়া জানালো ভারত। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘কেন এই (নাগরিকত্ব) আইন আমাদের আনতে হয়েছে – এই ব্যাপারে আমাদের অবস্থান কী – সেটা কিন্তু আমরা বাংলাদেশ সরকারের কাছে ব্যাখ্যা করেছি।’ তিনি বলেন, ‘পাশাপাশি প্রধানমন্ত্রী হাসিনার সাক্ষাৎকারের সেই অংশটির দিকেও আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যেখানে তিনি বলেছেন ভারত ও বাংলাদেশের সম্পর্ক শ্রেষ্ঠ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দুই দেশের সম্পর্ক আগে কখনও এতটা ভালো ছিল না।’ তিনি বলেন, ‘আর এটাও বলব, তার বক্তব্যের পাশাপাশি বাংলাদেশ থেকে আসা নানা বিবৃতির দিকেও আমাদের নজর পড়েছে, যেখানে তারা পরিষ্কার বলেছেন এই নাগরিকত্ব আইন পুরোপুরি ভারতের অভ্যন্তরীণ বিষয়’।

দিল্লিতে পররাষ্ট্র নীতির পর্যবেক্ষকরাও মনে করছেন, গাল্ফ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী যেভাবে তার ভাবনাচিন্তা খোলাখুলি ব্যক্ত করেছেন, তা ভারতকে অবশ্যই কিছুটা অস্বস্তিতে ফেলে দিয়েছে। সেই অস্বস্তি কাটিয়ে ওঠার লক্ষ্যে দিল্লি যে ঢাকাকে আশ্বস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুরোদমে,  এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে তা পরিষ্কার হয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি