X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাসে ব্রিটিশ বাংলাদেশির মৃত্যু

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০২০, ০৩:৩১আপডেট : ১০ মার্চ ২০২০, ১৩:৫৩

করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে যুক্তরাজ্যে এক বাংলাদেশি বংশোদ্ভূতের মৃত্যু হয়েছে। সংক্রমণ ধরা পড়ার পাঁচ দিনের মাথায় গত রবিবার ম্যানচেস্টারের এক হাসপাতালে তার মৃত্যু হয়। তার ছেলে বিবিসি বাংলাকে জানিয়েছেন, ইতালি বেড়াতে গিয়ে ফেরার পর তার বাবার সংক্রমণ ধরা পড়ে।  করোনা ভাইরাসে ব্রিটিশ বাংলাদেশির মৃত্যু

গত রবিবার ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা করোনা ভাইরাসে আক্রান্ত তৃতীয় ব্যক্তির মৃত্যুর কথা নিশ্চিত করে।  ষাটোর্ধ ওই ব্যক্তি নর্থ ম্যানচেস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নানা ধরণের স্বাস্থ্য জটিলতায় ভোগা ওই ব্যক্তির মৃত্যুর কথা নিশ্চিত করেন হাসপাতালের মুখপাত্র। বিবিসি বাংলা জানিয়েছে, মারা যাওয়া ওই ব্যক্তি বাংলাদেশি বংশোদ্ভূত।

মারা যাওয়া ওই ব্যক্তির ছেলে জানান, ১৯৮৯ সালে বাংলাদেশ থেকে ইতালিতে যান তার বাবা। পাঁচ-ছয় বছর আগে তারা স্থায়ীভাবে ব্রিটেনে চলে আসেন। তারপরও প্রতি বছরের গ্রীষ্মে পরিবারের সদস্যদের নিয়ে ইতালি বেড়াতে যেতেন তিনি। এবারও ফেব্রুয়ারির মাঝামাঝিতে ইতালিতে যান তিনি। দুই সপ্তাহ অবস্থান করে ফিরে আসার পরও সুস্থ্য ছিলেন তিনি। তবে তার দুই-তিন দিনের মাথায় অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ব্যক্তির ছেলে জানান, তার বাবাকে হাসপাতালে চিকিৎসাধীন রাখার পরও নিজেদের বাড়িতে তাদেরও আলাদা করে রাখা হয়েছে। রবিবার টেলিফোনে বাবার মৃত্যুর সংবাদ পেলেও এখনও তাকে দাফনের অনুমতি পাননি তারা। তিনি বলেন, ‘আমাদের আইসোলেশনে রাখায় আমরা বাইরে বের হতে পারছি না। সপ্তাহখানেক  পরে ছাড়া পেলে জানাজা ও দাফনের আয়োজন করতে পারবো। এসময় মরদেহ মর্গে রাখা থাকবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ’।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী