X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চীনের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি ট্রাম্পের

বিদেশ ডেস্ক
১৫ মে ২০২০, ১৭:৩৯আপডেট : ১৬ মে ২০২০, ০০:১৩

করোনা মহামারির কারণে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত একটি বাণিজ্য চুক্তি অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলার আগ্রহ আর নেই জানিয়ে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্নের আভাসও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ফক্স বিজনেস নেটওয়ার্কে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। চীনের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি ট্রাম্পের

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে ১৪ লাখের বেশি মানুষকে আক্রান্ত করেছে। এরমধ্যে মৃত্যু হয়েছে প্রায় ৯০ হাজারের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, প্রাথমিক অবস্থায় ভাইরাসটি নিয়ন্ত্রণের সুযোগ থাকলেও চীন তা আমলে নেয়নি। অনেকেই মনে করেন দেশটিকে শায়েস্তা করার উপায় খুঁজছে ট্রাম্প প্রশাসন। ভাইরাসটির উৎস অনুসন্ধানে মার্কিন বিজ্ঞানীদের দেশটিতে প্রবেশ করতে দেওয়ার জন্যও চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন দাবি অস্বীকার করে চীন বলছে, প্রেসিডেন্ট নির্বাচন সামনে থাকায় মহামারি থেকে মানুষের নজর সরানোর চেষ্টা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন।

দুই দেশের বাণিজ্যযুদ্ধ থামাতে গত জানুয়ারিতে চুক্তি স্বাক্ষর করে চীন ও যুক্তরাষ্ট্র। ওই চুক্তিকে তখন বড় অর্জন আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মহামারি সেই চুক্তির ওপর ‘পর্দা টেনে দিয়েছে’ বলে ফক্স নিউজকে জানান তিনি। তিনি বলেন, তাদের এমনটা হতে দেওয়া উচিত হয়নি। সে কারণে তাদের সঙ্গে করা একটি চমৎকার চুক্তিকে এখন আমার আর সে রকম মনে হচ্ছে না। কালি প্রায় শুকিয়ে গেছে, মহামারি শেষ হয়ে আসছে। আর সে কারণে চুক্তিটি নিয়ে আমার আগের অনুভূতি হচ্ছে না।’

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একসময় চমৎকার সম্পর্ক থাকার বলে এলেও এদিন তাকে নিয়ে বিরক্তি প্রকাশ করেন ট্রাম্প। বলেন, ‘এই মুহূর্তে তার সঙ্গে আর কথা বলতে চাই না আমি।’ চীনের বিরুদ্ধে কোনও ধরনের পদক্ষেপ নিতে চান জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা করতে পারি এরকম বহু কিছু আছে... আমরা পুরো সম্পর্ক ছিন্নও করতে পারি।’

ট্রাম্প বলেন, ‘এখন যদি করা হয় তাহলে কী হবে? ৫০০ বিলিয়ন ডলার বেঁচে যাবে।’ উল্লেখ্য, চীনের কাছ থেকে যুক্তরাষ্ট্র বছরে প্রায় ৫০০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে থাকে। এই আমদানিকে তিনি অপচয় হিসেবে অভিহিত করে আসছেন।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
বাংলাদেশকে ‘সিকিউরিটি প্রোভাইডার’ দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা