X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় ব্ল্যাক লাইভস ম্যাটারস বিক্ষোভে নিষেধাজ্ঞা চায় পুলিশ

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০২০, ১৭:০৫আপডেট : ০৫ জুন ২০২০, ১৭:৫৫

পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভে সংহতি জানিয়ে শুক্রবার অস্ট্রেলিয়ায় বড় ধরনের বিক্ষোভ আয়োজনের চেষ্টা চলছে। অস্ট্রেলীয় কর্তৃপক্ষের হেফাজতে আদিবাসীদের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করতে ওই বিক্ষোভে হাজার হাজার মানুষ যোগ দেবে বলে আশা করা হচ্ছে। তবে করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে এমন যুক্তিতে ওই বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা চাইছে পুলিশ। এই আবেদন নিয়ে আদালতে গেছে দেশটির নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। অস্ট্রেলিয়ার সিডনিতে গত সপ্তাহে বিক্ষোভ হয়েছে

গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসে পুলিশি হেফাজতে হত্যার শিকার হন জর্জ ফ্লয়েড। একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের ভিডিওতে দেখা গেছে, হাঁটু দিয়ে নিরস্ত্র ফ্লয়েডের গলা চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ডেরেক চাওভিন নামের এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। এই হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। আর ওই বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে অস্ট্রেলিয়ায় ব্ল্যাক লাইভস ম্যাটারস বিক্ষোভ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ইতোমধ্যে ওই বিক্ষোভ আয়োজনের সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘এই আবেগ প্রকাশে নিজের এবং অন্যদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলার চেয়ে আরো ভালো উপায় খুঁজতে হবে।’

যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর নিজ দেশের পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় বেশ কিছু স্থানে বিক্ষোভ হয়েছে। সিডনি, ব্রিসবেন, পারথ এবং ক্যানবেরাতে বিক্ষোভ শেষে শুক্রবার নিউ সাউথ ওয়েলসে বড় বিক্ষোভ আয়োজনের চেষ্টা চলছে।

ইতোমধ্যে মেলবোর্ন পুলিশ ওই বিক্ষোভে অংশ না নিতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়া আয়োজকদের ওই বিক্ষোভ বাতিলের আহ্বান জানিয়েছে তাদের জরিমানা করার হুমকি দেওয়া হয়েছে। তবে ব্রিসবেন ও এডিলেডে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়েছে। 

/জেজে/
সম্পর্কিত
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ান নাগরিক প্রবেশ নিষিদ্ধ করলো রাশিয়া
সিডনির গির্জায় ছুরিকাঘাতকে সন্ত্রাসী হামলা ঘোষণা
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক