X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আনন্দে খানিকটা নাচানাচি করেছি: জাসিন্ডা

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০২০, ২০:০০আপডেট : ০৮ জুন ২০২০, ২০:২৬
image

দেশকে করোনা থেকে মুক্ত করে ফেলার আনন্দে নেচে উঠলেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। স্থানীয় সময় সোমবার বিকালে করোনার শেষ রোগীটি সুস্থ হয়ে ওঠার পর সীমান্ত কড়াকড়ি ছাড়া সব ধরনের সামাজিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয় নিউ জিল্যান্ড। এ ঘটনার প্রতিক্রিয়ায় নিজের শিশু সন্তানের সামনে নেচে ওঠেন জাসিন্ডা।

আনন্দে খানিকটা নাচানাচি করেছি: জাসিন্ডা


নিউজিল্যান্ডে সবমিলে মাত্র ১ হাজার ১৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়। গত ফেব্রুয়ারির শেষের দিকে দেশটিতে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর কোভিড-১৯ এ মৃত্যু হয় ২২ জনের। তবে বাকীরা সবাই সুস্থ হয়ে ওঠায় নিউ জিল্যান্ডে সামাজিক দূরত্বের বিধান কার্যকর থাকছে না। সরকারি-বেসরকারি অনুষ্ঠান, আতিথেয়তা শিল্প, সব ধরনের সরকারি পরিবহনে এখন থেকে আর সামাজিক দূরত্ব মানতে হবে না বলে জানিয়েছে নিউজিল্যান্ড।
করোনাভাইরাস মোকাবিলায় নিউ জিল্যান্ডের এমন সাফল্যের পর সাংবাদিকদের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় জাসিন্ডার কাছে। জবাবে তিনি বলেন, ‘আমি একটুখানি নাচানাচি করে ফেললাম। নিভকে নেচে দেখালাম। ও খানিক বিস্মিত হয়েছে বলে মনে হলো। লাউঞ্জজুড়ে আমি কেন নাচানাচি করছি সে ব্যাপারে ওর কোনও ধারণা না থাকলেও বিষয়টা ঠিকই উপভোগ করছিলো।’
স্বাস্থ্য দফতরের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ডকে একই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। নিজের নাচের সক্ষমতা নিয়ে হাসাহাসি করছিলেন তিনি। ব্লুমফিল্ড বলেন, ‘ভালো কথা, আমি কিন্তু প্রধানমন্ত্রীর মতো এতো ভালো নাচ একেবারেই নাচতে পারি না।’
৭৫ দিনের বিধি-নিষেধের পাশাপাশি সাত সপ্তাহের কঠোর লকডাউন মেনে করোনা মোকাবিলায় সফল নিউজিল্যান্ড। এ সময়ে দেশটিতে সব ধরনের কার্যক্রম স্থগিত রাখা হয়। তবে শুধুমাত্র জরুরি সার্ভিসের কর্মীরা ছিলেন এই বিধি-নিষেধের বাইরে।



/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ