X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

‘নিখোঁজ’ দুই ভারতীয় দূতাবাস কর্মীকে মুক্তি দিয়েছে পাকিস্তান

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০২০, ০১:৪২আপডেট : ১৬ জুন ২০২০, ০২:১৩

ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের দুই কর্মীকে মুক্তি দিয়েছে পাকিস্তানের পুলিশ। পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি ওই দুই কর্মী সড়ক দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে ইসলামাবাদ সচিবালয় থানায় দায়ের করা মামলায় এক জনের কাছে জাল নোট পাওয়ার অভিযোগও আনা হয়েছে। সোমবার রাতে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের জিম্মায় তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম। এদিন সকাল আটটা থেকে ওই দুই কর্মী নিখোঁজ হয়ে যায় বলে দাবি করে ভারতের একাধিক সংবাদমাধ্যম।

ভারতীয় দূতাবাসের `নিখোঁজ` দুই কর্মীর ছবিটি প্রকাশ করেছে পাকিস্তানের সামা টিভি

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, পাকিস্তানের রাজধানী ইসলামাদে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের দুই কর্মী দূতাবাসের বাইরে বের হয়ে নির্দিষ্ট গন্তব্যস্থলে না পৌঁছালে উদ্বেগ তৈরি হয়। কিছু সময় পর দূতাবাসের কর্মীরা পাকিস্তান ও ভারত উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ ঘটনা সম্পর্কে অবহিত করেন। এর আগে গত সপ্তাহে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই পাকিস্তানি দূতাবাস কর্মীকে দেশে ফিরিয়ে দেয় ভারত। এর এক সপ্তাহের মাথায় ইসলামাবাদে দুই ভারতীয় দূতাবাস কর্মী নিখোঁজের ঘটনায় উত্তেজনার আশঙ্কা তৈরি হয়।

ভারতীয় দূতাবাসের দুই কর্মী নিখোঁজের প্রায় সাত ঘণ্টা পর তাদের গ্রেফতার করার কথা জানায় পাকিস্তান। পরে সোমবার রাতে তাদের ইসলামাবাদের ভারতীয় দূতাবাস থেকে প্রায় দুই কিলোমিটার দূরের একটি পুলিশ স্টেশন থেকে ছেড়ে দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ওই দুই কর্মীর শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। কর্মকর্তাদের জিম্মায় মুক্তি পাওয়া ওই দুই কর্মীর মেডিক্যাল পরীক্ষা হবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ভারতীয় দূতাবাসের ওই দুই কর্মী কূটনীতিক নন। তাদের নাম ধিমু ব্রহ্মা ও পাল সেলভাদাস। এই দুই জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ করা হয়েছে, সোমবার সকালে এক পথচারীকে আঘাত করে তারা পালানোর চেষ্টা করে। তাদের এক জনের কাছে জাল মুদ্রার নোটও পাওয়া যায়। এই দুই কর্মী ২০১৭ সালে পাকিস্তানে পৌঁছায় বলেও জানায় পাকিস্তানি সংবাদমাধ্যমটি।

পরে ইসলামাবাদ পুলিশের এক বিবৃতি উল্লেখ করে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায় কূটনৈতিক সুরক্ষার আওতায় ভারতীয় দূতাবাসের দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের জিম্মায় ওই দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়।

/জেজে/
সম্পর্কিত
হিন্দুত্ববাদের মন্ত্রে দক্ষিণ ভারত জয় করতে পারবেন মোদি?
কেন কাশ্মীরে প্রতিদ্বন্দ্বিতা করছে না মোদির বিজেপি?
তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত
সর্বশেষ খবর
থামছে না মায়ের কান্না-আহাজারি, বাবা শোকে পাথর
থামছে না মায়ের কান্না-আহাজারি, বাবা শোকে পাথর
ঢাবিতে মাস্টার্সে ভর্তিতেও পরীক্ষা নেওয়ার পরিকল্পনা
ঢাবিতে মাস্টার্সে ভর্তিতেও পরীক্ষা নেওয়ার পরিকল্পনা
৯ বছর পলাতক থাকা আসামি গ্রেফতার
৯ বছর পলাতক থাকা আসামি গ্রেফতার
‘বিএনপি সন্ত্রাসের পাঁয়তারা করছে, রাজধানী ছেড়ে দিলে সমস্যা হতে পারে’
‘বিএনপি সন্ত্রাসের পাঁয়তারা করছে, রাজধানী ছেড়ে দিলে সমস্যা হতে পারে’
সর্বাধিক পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি