X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জের মামলা রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করতে পারে: আইনজীবী

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০২০, ০৭:৫০আপডেট : ২৮ জুলাই ২০২০, ০৭:৫০

মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার রাজনৈতিক উদ্দেশে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাজ্য থেকে প্রত্যর্পণের মামলাটি ব্যবহার করে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার আইনজীবী দল। সোমবার (২৭ জুলাই) ব্রিটিশ আদালতে এক শুনানির সময়ে এই আশঙ্কার কথা জানান অ্যাসাঞ্জের আইনজীবীরা। ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে এই শুনানির সময় গত কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো ভিডিও লিংকে সংযুক্ত ছিলেন অ্যাসাঞ্জ। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জের মামলা রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করতে পারে: আইনজীবী

জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের আদালতে তুলে দেওয়া নিয়ে ব্রিটিশ আদালতে চলা মামলার শুনানি সোমবার অনুষ্ঠিত হয়। এই মামলা শুরুর কয়েক মাস পর সম্প্রতি অ্যাসাঞ্জের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ আদালতের সামনে এসব অভিযোগ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়নি। তবে গত মাসে মার্কিন বিচার বিভাগের প্রকাশ করা নতুন অভিযোগে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য হাতিয়ে নিতে ২০০৯ সালে নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার সম্মেলন থেকে হ্যাকার নিয়োগের চেষ্টা করেছিলেন অ্যাসাঞ্জ।

সোমবারের শুনানিতে অ্যাসাঞ্জের আইনজীবী এডওয়ার্ড ফিটজেরাল্ড বলেন, উইকিলিকস প্রতিষ্ঠাতার প্রত্যর্পণ নিশ্চিত করার চেষ্টার অংশ হিসেবে মামলা শুরুর কয়েক মাস পর নতুন অভিযোগ আনছে যুক্তরাষ্ট্র। এতে তার আইনজীবীরা হতাশ হয়েছেন বলে জানান তিনি। ফিটজেরাল্ড বলেন, মনে রাখতে হবে ডোনাল্ড ট্রাম্প বিবাদী পক্ষের (অ্যাসাঞ্জের) মামলাকে ডেমোক্র্যাটদের ষড়যন্ত্র আখ্যা দিয়েছিলেন।

প্রত্যর্পণ মামলার প্রশাসনিক শুনানির ধারাবাহিকতায় সোমবারের শুনানি অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসের মহামারির কারণে অ্যাসাঞ্জের এই মামলার পূর্ণাঙ্গ শুনানি আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রয়েছে। এদিনের শুনানিতে বেলমার্শ কারাগার থেকে একটি ধুসর সোয়েটার ও গোলাপি শার্ট পরে ভিডিও লিংকে যুক্ত হন জুলিয়ান অ্যাসাঞ্জ।

/জেজে/
সম্পর্কিত
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেফতার
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
সর্বশেষ খবর
ট্রাকের চাকায় পিষ্ট করা হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষ্ট করা হলো ৬ হাজার কেজি আম
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড