X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ার দাবানলের শিকার হয়েছে প্রায় তিনশ’ কোটি প্রাণী

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০২০, ১৯:১২আপডেট : ২৮ জুলাই ২০২০, ১৯:১৩

বিজ্ঞানীরা জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় গত বছরের ভয়াবহ দাবানলে প্রায় তিনশ’ কোটি প্রাণী মারা গেছে কিংবা বাস্তুচ্যুত হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (ডব্লিউডব্লিউএফ) এর এক প্রতিবেদনে একথা বলেছেন তারা। ওই প্রতিবেদন বলছে, প্রাণীর ওপর ক্ষয়ক্ষতির দিক দিয়ে এই দাবানল ছিল আধুনিক ইতিহাসে বণ্যপ্রাণীর সবচেয়ে ভয়াবহ বিপর্যয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। দাবানলের পর খাবার আর আশ্রয়ের সংকটে পড়েছে অস্ট্রেলিয়ার বণ্যপ্রাণী

দাবানল অস্ট্রেলিয়ার জন্য অস্বাভাবিক কিছু নয়। স্থানীয়রা একে বুশফায়ার নামে ডাকে। সাধারণত গ্রীষ্মকালে তাপদাহের কারণে প্রতি বছরই সেখানকার জঙ্গলে দাবানল হয়। তবে গত গ্রীষ্মের দাবানল আগের সব রেকর্ড ও তীব্রতা ছাড়িয়ে যায়। অন্তত ৩৩ জন মানুষের প্রাণহানির পাশাপাশি অসংখ্য স্তন্যপায়ী, সরীসৃপ, পাখি, ব্যাং এই দাবানলে প্রাণ কিংবা বাসস্থান হারায়। দাবানলের সর্বোচ্চ তীব্রতার সময়ে এ বছরের জানুয়ারিতে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন কেবল নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যেই একশ’ পঁচিশ কোটি প্রাণী মারা গেছে।

তবে নতুন হিসেবে আরও বেশি এলাকার ওপর গবেষণা পরিচালিত হয়েছে। এতে দেখা গেছে গত বছরের সেপ্টেম্বর থেকে এ বছরের ফেব্রুয়ারির মধ্যে অস্ট্রেলিয়ার প্রায় এক কোটি ১৪ লাখ ৬০ হাজার হেক্টর এলাকার বনভূমি পুড়ে গেছে। এই এলাকা যুক্তরাজ্যের ইংল্যান্ডের মোট আয়তনের সমান। দাবানলের আগে ওই অঞ্চলে প্রাণীর সংখ্যা ও বসবাসের ঘনত্বের ওপর ভিত্তি করে নতুন এই গবেষণাটি পরিচালিত হয়েছে। এছাড়া তথ্যের সীমাবদ্ধতার কারণে অমেরুদণ্ডী প্রাণী, মাছ ও কচ্ছপের বিভিন্ন প্রজাতির হিসেব এই গবেষণা থেকে বাদ দেওয়া হয়েছে।

ডব্লিউডব্লিউএফ’র হয়ে নতুন এই গবেষণা সম্পন্ন করেছেন অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দশ জন বিজ্ঞানী। প্রকল্পটি তদারকির দায়িত্বে ছিলেন প্রফেসর ক্রিস ডিকম্যান। তিনি বলেন, ‘আপনি যখন চিন্তা করবেন আগুনের সামনে প্রায় তিনশ’ কোটি স্থানীয় প্রাণী পড়েছে, তখন এটা নিঃসন্দেহে বিপুল- এই সংখ্যা মেনে নেওয়া কঠিন।’ এতে মোট কতো প্রাণী মারা গেছে তা সঠিকভাবে নিরুপণ করা যায়নি জানিয়ে ডিকম্যান বলেন, ‘আগুন থেকে পালিয়ে যাওয়া এবং টিকে থাকা প্রাণীর সংখ্যা সম্ভবত খুব বেশি হওয়ার সুযোগ নেই।’ কারণ হিসেবে তিনি জানান, আগুন এড়াতে পারলেও এসব প্রাণী নিশ্চিতভাবে খাবার ও আশ্রয়ের সংকটে পড়েছে।

দাবানলের পর গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার এক সরকারি হিসেবে দেখা যায়, ১১৩ প্রজাতির প্রাণীদের জরুরি সহায়তার দরকার। এই তালিকায় থাকা প্রায় সব প্রজাতির প্রাণী অস্ট্রেলিয়ার দক্ষিণ ও পূর্বাঞ্চলের নাতিশীতোষ্ণ বনভূমি ও তৃণভূমিতে তাদের বাসস্থানের প্রায় ৩০ শতাংশ হারিয়েছে। সবচেয়ে বেশি জরুরি সহায়তা দরকার এমন প্রাণীদের তালিকায় কোয়ালা, ওয়ালাবি ছাড়াও ছিল পাখি, মাছ ও ব্যাং-এর বিভিন্ন প্রজাতি।

বন্যপ্রাণী ও তাদের বাসস্থান পুনরুদ্ধারে সরকার পাঁচ কোটি অস্ট্রেলিয় ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে দেশটির সরকার। তবে পরিবেশবাদীরা অস্ট্রেলিয়ার সংরক্ষণ আইন শক্তিশালী করার তাগিদ দিয়েছে। গত বছরের গ্রীষ্মের দাবানলের কারণ অনুসন্ধানে একটি রাজকীয় কমিশন গঠন করেছে দেশটি। আগামী অক্টোবরে ওই কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

তবে বিজ্ঞানীদের কাছ থেকে অনেকবারই শোনা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে গত বছরের দাবানলের মাত্রা ও তীব্রতা অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে এমন বিপুল প্রমাণ পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ৪৪৫ জনেরও বেশি মানুষের মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট ছিল ওই দাবানল থেকে সৃষ্ট ধোঁয়া।

/জেজে/
সম্পর্কিত
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার
অভিবাসন সংকট: স্টুডেন্ট ভিসার নিয়ম কঠোর করলো অস্ট্রেলিয়া
প্রথম রোজার তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি