X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বৈরুত বিস্ফোরণ: সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে গুজব

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০২০, ০০:৩৬আপডেট : ০৫ আগস্ট ২০২০, ০৮:৫৮
image

বৈরুত বিস্ফোরণের কারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, একে ‘পারমাণবিক বিস্ফোরণ’ হিসেবে প্রচার করা হচ্ছে।

বৈরুত বিস্ফোরণ: সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে গুজব
মঙ্গলবার রাজধানী বৈরুতের বন্দর এলাকায় জোড়া বিস্ফোরণ ঘটে। এতে শতশত মানুষ হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাষ্ট্র-পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বিস্ফোরণের আগে বন্দরের কাছে আতশবাজির একটি গুদামে আগুন লেগেছিল। সেখান থেকেই এই বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব উঠেছে, এটি ইসরায়েল কিংবা আমেরিকার পারমাণবিক হামলা। বিবিসি বলছে, বিস্ফোরণের কারণ হিসেবে ইসরায়েল আর আমেরিকাকে দুষছে সেখানকার পার্টিজান বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে কর্তৃপক্ষ একে প্রাথমিকভাবে দুর্ঘটনা হিসেবেই দেখছে।
সাধারণ নিরাপত্তা বিষয়ক পরিচালক মেজর জেনারেল আব্বাস ইব্রাহিম লেবাননের সংবাদমাধ্যমকে বলেছেন, বিস্ফোরণের সম্ভব্য উৎস ছিল বন্দরের একটি ডিপো, যেখানে বিস্ফোরক পদার্থের মজুত ছিল। এ ঘটনার সঙ্গে ইসরায়েলের সংশ্লিষ্টতার গুজব নাকচ করে দিয়েছেন তিনি।
ইসরায়েলি একজন মন্ত্রীও একইভাবে হামলার সঙ্গে তার দেশের সংশ্লিষ্টতার গুজব উড়িয়ে দিয়েছেন।
বৈরুতের জোড়া বিস্ফোরণের পর অনলাইনে পোস্ট হওয়া ভিডিওতে বড় ধোঁয়ার কুণ্ডলী এবং ধসে পড়া বাড়িঘর এবং ধ্বংস হয়ে যাওয়া গাড়ি দেখা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমে লোকজনকে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে থাকতে দেখা গেছে। প্রচণ্ড শব্দে প্রথম বিস্ফোরণ ঘটার কথা জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানিয়েছেন, বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছে। রয়টার্স বার্তা সংস্থা কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ধ্বংসস্তূপ থেকে ১০টি মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে।

 

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করলো ইরান
গাজায় বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিলো হামাস
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি