X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ট্রাম্পকে একহাত নিলেন জাসিন্ডা

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০২০, ১৮:৫৫আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৮:৫৫

নিউ জিল্যান্ডের করোনা পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা এক মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন। মিনেসোটায় এক সমাবেশে ট্রাম্প দাবি করেন নিউ জিল্যান্ডে করোনা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। তবে এর কয়েক ঘণ্টার মাথায় মঙ্গলবার আর্ডেন সাংবাদিকদের বলেন, ট্রাম্পের বক্তব্য স্পষ্টত ভুল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন করোনাভাইরাস মোকাবিলায় প্রাথমিকভাবে সাফল্য পেলেও সম্প্রতি নিউ জিল্যান্ডে বেশ কয়েক জন আক্রান্ত শনাক্ত হয়েছে। মঙ্গলবার নতুন করে ১৩ জন শনাক্ত হওয়ার মধ্য দিয়ে এই মহামারিতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৯৩ জনে। আর মৃত্যু হয়েছে ২২ জনের। অপর দিকে এই মহামারিতে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫২ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে এক লাখ ৭০ হাজারের বেশি মানুষের।

এমন পরিস্থিতিতে মিনেসোটায় এক নির্বাচনি সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘নিউ জিল্যান্ডে কী হচ্ছে দেখতে পাচ্ছেন? তারা এটাকে পরাজিত করলো, পরাজিত করে ফেললো, প্রথম পাতার খবরের শিরোনাম করলো কারণ তারা আমাকে কিছু একটা দেখাতে চাইছিলো... এখন নিউ জিল্যান্ডে ব্যাপক সংক্রমণ হচ্ছে, আপনারা জেনে দেখবেন এটা ভয়াবহ। আমরা সেরকম পরিস্থিতি চাই না।’

মঙ্গলবার জাসিন্ডা আর্ডেন সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্র ও নিউ জিল্যান্ডের করোনা পরিস্থিতি নিয়ে কোনও তুলনাই চলে না। নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘আমার মনে কেউ যদি কোভিড এবং বিশ্বজুড়ে এর বিস্তার খেয়াল করে দেখেন তাহলে তিনি সহজেই বুঝতে পারবেন নিউ জিল্যান্ডে দিনে নয় জন আক্রান্তের সঙ্গে যুক্তরাষ্ট্রে হাজার হাজার আক্রান্তের কোনও তুলনাই চলে না, আর আসলে বিশ্বের বেশির ভাগ দেশের সঙ্গেই তুলনা চলে না।’

ট্রাম্পের মন্তব্যের দিকে ইঙ্গিত করে নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘নিশ্চয়ই সেটা স্পষ্টত ভুল।’ তিনি বলেন, ‘কোভিড প্রশ্নে আমরা এখনও বিশ্বের সবচেয়ে ভালো কর্মক্ষমতা দেখানো দেশ... আমাদের কর্মীরা এটা সেভাবেই বহাল রাখতেই মনোযোগী রয়েছে।’ 

/জেজে/
সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া