X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

লেবাননের নতুন প্রধানমন্ত্রী মুস্তফা আদিব

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২০, ০২:২১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৫

নানা সংকটে জর্জরিত লেবাননে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন জার্মানিতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মুস্তফা আদিব। সোমবার (৩১ আগস্ট) দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতাদের সমর্থন পান তিনি। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ এবং সৌদি আরবের সমর্থন পাওয়া সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরির দলসহ ছোট ছোট দলের বেশ কয়েকটি জোটই তাকে সমর্থন দেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েই এই কূটনীতিক বলেছেন, কথার ফুলঝরি আর প্রতিশ্রুতি দেওয়ার মতো সময় আর নেই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। লেবাননের নতুন প্রধানমন্ত্রী মুস্তফা আদিব

গত ৪ আগস্ট বৈরুত বন্দরে রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণে প্রায় দুইশ’ মানুষের মৃত্যুর পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে লেবানন। গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হয় মাত্র এক বছর আগে দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী হাসান দিয়াব সরকার। তাকেও প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেশটির পার্লামেন্ট। তবে তার জয়ের ব্যবধান ছিল খুবই সামান্য।

কিন্তু সোমবার ভোটদানে সক্ষম ১২০ আইনপ্রণেতার মধ্যে ৯০ জনেরই সমর্থন পেয়েছেন মুস্তফা আদিব। মাত্র ১৭ জন আইনপ্রণেতা অন্য প্রার্থীদের ভোট দিয়েছেন। এরমধ্যে ১৪ ভোট পেয়েছেন দেশটির একটি আন্তর্জাতিক আদালতের বিচারক নাওয়াফ সালাম। আর বাকি আইনপ্রণেতারা ভোটদানে বিরত থেকেছেন।

৪৮ বছর বয়সী মুস্তফা আদিব লেবাননের জনগণের মধ্যে খুবই স্বল্প পরিচিত। ২০১৩ সাল থেকে বার্লিনে লেবাননের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন তিনি। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের নাজিব মিকাতির উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। আর অনেকেই তাকে দেশটির মূল রাজনৈতিক দলগুলোর ঘনিষ্ঠ ব্যক্তি বলেও মনে করে থাকেন।

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মুস্তফা আদিব বলেছেন, ‘লেবাননের জনগণের মাঝে আকাঙ্ক্ষা পুনর্বহাল করতে এখন হাতে হাত রেখে কাজ করার সময়। আশা করছি সর্বশক্তিমানের দয়ায় প্রয়োজনীয় আর্থিক এবং অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করতে আমরা যোগ্য বিশেষজ্ঞ এবং দক্ষ পেশাজীবীদের মনোনীত করতে সক্ষম হবো।’

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংঘাতে আতঙ্কসীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
সর্বশেষ খবর
মেজর লিগ সকারে সবচেয়ে বাজে হার মেসির
মেজর লিগ সকারে সবচেয়ে বাজে হার মেসির
নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোবায়েল গ্রেফতার
নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোবায়েল গ্রেফতার
আজ মা দিবস
আজ মা দিবস
তারুণ্যের সমাবেশ থেকে ফিরে হিটস্ট্রোকে যুবদল নেতার মৃত্যু
তারুণ্যের সমাবেশ থেকে ফিরে হিটস্ট্রোকে যুবদল নেতার মৃত্যু
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ