X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

উমর খালিদের পক্ষে সরব ভারতের নাগরিক সমাজ

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫১
image

 

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা উমর খালিদের গ্রেফতারের প্রতিবাদে সরব হয়েছে সেখানকার নাগরিক সমাজ। সাবেক মুখ্যমন্ত্রী, সাবেক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, অভিনয় শিল্পী, সমাজ ও মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষক ও অ্যাকটিভিস্টরা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। উত্তপ্ত হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।

উমর খালিদ (ফাইল ছবি)

দিল্লিতে ২০২০ সালের ফেব্রুয়ারিতে মুসলিমবিরোধী সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় রবিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে উমরকে গ্রেফতার করা হয়। মামলায় তাকে একজন ‘গুরুত্বপূর্ণ ষড়যন্ত্রকারী’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ফেব্রুয়ারির ওই সহিংসতা ছিল ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে। টানা তিন দিনের ওই মুসলিমবিরোধী সহিংসতায় অর্ধশতাধিক মানুষ নিহত হন।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, দিল্লির মুসলিমবিরোধী ওই সহিংসতার ঘটনায় অনেক অ্যাক্টিভিস্ট বিশেষ করে মুসলিমদের অন্যায়ভাবে টার্গেট করা হচ্ছে। বেশ কয়েকজন ভারতীয় অ্যাক্টিভিস্ট ও শিক্ষাবিদ খালিদের গ্রেফতারের ঘটনায় বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন রবি কিরণ জৈন, ভি সুরেশ, আইনজীবী মিহির দেশাই, এনডি পাঞ্চলি, শিক্ষাবিদ সতিশ দেশপান্ডে, ম্যারি জন, অপূর্বানন্দ, নন্দিনী সুন্দর, সুদ্ধব্রত সেনগুপ্ত, মানবাধিকারকর্মী আকার প্যাটেল, মানডের, ফারাহ নাকবি ও বিরাজ পাটনায়েক।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সাংবিধানিক মূল্যবোধের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ নাগরিক হিসেবে আমরা উমর খালিদের গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি, সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী শান্তিপূর্ণ প্রতিবাদের কারণে যার বিরুদ্ধে আক্রোশপূর্ণ তদন্ত চলমান। গভীর বেদনার সঙ্গে কোনও রকমের সন্দেহ ছাড়াই আমরা বলছি, এই তদন্ত ২০২০ সালের ফেব্রুয়ারিতে জাতীয় রাজধানীতে ঘটে যাওয়া সহিংসতার বিরুদ্ধে নয়, অসাংবিধানিক সিএএর বিরুদ্ধে দেশজুড়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বিক্ষোভের বিরুদ্ধে।’

বিবৃতিতে উমর খালিদকে সাংবিধানিক মূল্যবোধ রক্ষার স্বার্থে সিসিএ-বিরোধী প্রতিরোধের শত শত কণ্ঠের অহিংস ও গণতান্ত্রিক কণ্ঠস্বর আখ্যা দেওয়া হয়েছে।

উমরকে গ্রেফতারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি মনে করেন, মুসলমান হওয়ার কারণে উমরকে গ্রেফতার হতে হয়েছে। এক টুইটার পোস্টে মেহবুবা  লিখেছেন, ‘ভারতে কার জেল হবে, সেটা তার অপরাধ দেখে বিচার হয় না। তার ধর্ম দেখে বিচার করা হয়। উমর আর সফুরা জেলে আছে। আর কপিল ও কোমল বাইরে অবাধে ঘুরে বেড়াচ্ছে; এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই।’

উমরকে গ্রেফতারের ঘটনায় নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে প্রতিবাদ জানিয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। একটি টুইটে হ্যাশট্যাগ স্ট্যান্ড উইথ উমর খালিদ এবং হ্যাশট্যাগ ফ্রী উমর খালিদ লিখে দিল্লি পুলিশের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানান তিনি।

সাবেক আইএস কর্মকর্তা কান্নান গোপিনাথানও ক্ষোভ প্রকাশ করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘উমর খালিদ একজন মেধাবী, সাহসী ও দৃঢ় মনোবলের মানুষ। আগামীর ভারতের এক বিশাল নেতা তিনি। শাসকশ্রেণির কথায় মাথা নাড়ানো কিছু দিল্লি পুলিশের  হাতে গ্রেফতার হয়েছেন তিনি, যারা উমর খালিদের বুদ্ধিমত্তা বা তার মেরুদণ্ডের শক্তির ধারেকাছে আসেন না। তারা নিজেদের কর্তব্যের সম্মানহানি করছেন।’

বিশিষ্ট সমাজকর্মী হর্ষ মন্দার উমর খালিদকে গ্রেফতারের প্রতিবাদে নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘তিনি (উমর)  এই দেশের এমন একজন আদর্শবাদী, প্রগতিশীল এবং সাহসী তরুণ যাকে নিয়ে গর্ব হওয়া উচিত। আমরা একসাথে সিএএ আইনের বিরুদ্ধে কথা বলেছি: তিনি সব সময় অহিংসা এবং গান্ধীর কথা বলেছেন। আজ চক্রান্ত করে সাজানো অভিযোগের ভিত্তিতে দানবীয় ইউএপিএ অ্যাক্টের আওতায় গ্রেফতার করা হয়েছে তাকে। আমার দেশ, সোচ্চার হও।’

/এফইউ/বিএ/
সম্পর্কিত
হিন্দুত্ববাদের মন্ত্রে দক্ষিণ ভারত জয় করতে পারবেন মোদি?
কেন কাশ্মীরে প্রতিদ্বন্দ্বিতা করছে না মোদির বিজেপি?
তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত
সর্বশেষ খবর
মে মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে স্পেন ও আয়ারল্যান্ড
মে মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে স্পেন ও আয়ারল্যান্ড
জেরুজালেমে জাতিসংঘের কার্যালয়ে আগুন দিলো ইসরায়েলি বিক্ষোভকারীরা
জেরুজালেমে জাতিসংঘের কার্যালয়ে আগুন দিলো ইসরায়েলি বিক্ষোভকারীরা
অস্থির সবজির বাজার, মাংস ও ডিমের দামও চড়া
অস্থির সবজির বাজার, মাংস ও ডিমের দামও চড়া
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি