X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ভারত আলোচনার আগ্রহ দেখিয়েছে: পাকিস্তান

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০২০, ১৯:৪৮আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২৩:২৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এক উপদেষ্টা দাবি করেছেন, আলোচনার আগ্রহ প্রকাশ করে ইসলামাবাদের কাছে বার্তা পাঠিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খানের জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত নীতি পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা মইদ ইউসুফ এই দাবি করেন। তবে কার মাধ্যমে এবং কীভাবে এই বার্তা পাঠানো হয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলেছে, ভারতের আগ্রহ মূল্যায়ন করে দেখতে চাইবে ইসলামাবাদ। মইদ ইউসুফ

গত কয়েক বছর ধরে বন্ধ রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনা। কাশ্মির ইস্যুতে পরস্পরবিরোধী অবস্থান নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হলেও তা নিরসনে দ্বিপাক্ষিক উদ্যোগও নেওয়া হয়নি।

গত বছরের আগস্টে ভারত কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলের পর প্রথমবারের মতো দেশটির কোনও সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন পাকিস্তানের কোনও শীর্ষ কর্মকর্তা। পাকিস্তানি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মইদ ইউসুফ বলেন, ‘বিগত বছরে আমরা আলোচনার প্রত্যাশা জানানো কিছু বার্তা পেয়েছি।’ তিনি বলেন, ‘পাকিস্তান চায় না ভারত শুধু এটা বিশ্বের কাছে বলার জন্য ব্যবহার করবে যে সবকিছু স্থিতিশীল ও সবকিছুতেই একমত হয়েছে। কথা বলার জন্য উপযুক্ত পরিবেশও থাকতে হবে।’

ভারতকে কাশ্মিরের স্বায়ত্তশাসন ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে মইদ ইউসুফ বলেন, ‘আমাদের জন্য নয়, আপনাদের নিজেদের স্বার্থেই কাশ্মিরের সামরিক দখলদারিত্ব প্রত্যাহার করুন। নিপীড়নমূলক আইন থেকে সরে আসুন। আর আপনাদের স্বার্থেই বলছি, উন্মুক্ত কারাগারের অবসান ঘটান।’

ভারতের সঙ্গে পাকিস্তান ভবিষ্যতে কেমন সম্পর্ক দেখতে চায় জানতে চাইলে মইদ ইউসুফ বলেন, ‘আমাদের অবশ্যই প্রাপ্তবয়স্কদের মতো বসতে হবে।’ তিনি বলেন, ‘ইস্যু দুটি, কাশ্মির এবং সন্ত্রাস। আমরা উভয়টি নিয়ে কথা বলতে চাই।’ পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ইসলামাবাদ শান্তির পক্ষে আর আমরা সামনে এগিয়ে যেতে চাই। তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান ভারতের সঙ্গে শান্তি প্রত্যাশী।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
লক্ষ্মীপুরের পাঁচ ইউপির তিনটিতে নতুন মুখ, দুটিতে পুরোনোতে আস্থা
লক্ষ্মীপুরের পাঁচ ইউপির তিনটিতে নতুন মুখ, দুটিতে পুরোনোতে আস্থা
স্কুল-মাদ্রাসা ২ মে পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
স্কুল-মাদ্রাসা ২ মে পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ