X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মার্কিন নির্বাচনের আগে বাজারে আসছে না ফাইজারের টিকা

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০২০, ১২:০৭আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১২:১২
image

আমেরিকান বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার শুক্রবার জানিয়েছে, তাদের হাতে টিকার নিরাপত্তা তথ্য এসে গেছে। এখন  তারা টিকাটি অনুমোদনের জন্য আবেদন করবে। তবে সব প্রক্রিয়া সম্পন্ন করতে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে বলে আভাস দিয়েছে ফাইজার। সেই হিসেবে ৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই টিকা বাজারে আসার কোনও সুযোগ নাই।

মার্কিন নির্বাচনের আগে বাজারে আসছে না ফাইজারের টিকা

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, কোভিড-১৯ রোধে পরীক্ষামূলক টিকার ইতিবাচক ফল পাওয়ার কথা আগেই জানিয়েছে ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক। তারা এখন সফল টিকার অনুমোদন পাওয়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। আগামী নভেম্বরেই তারা টিকা অনুমোদন পেতে আবেদন করবে।

সিএনবিসি জানিয়েছে, ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা ফাইজারের ওয়েবসাইটে টিকার অনুমোদন সংক্রান্ত তথ্য প্রকাশ করেছেন। বলেছেন, এটি কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করছে। এর মধ্যে রয়েছে টিকার কার্যকারিতা জানার বিষয়টি। অক্টোবরের শেষ নাগাদ টিকার কার্যকারিতা জানা যেতে পারে, আবার নাও পারে।

বোরলা বলেন, যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে জরুরি টিকার অনুমোদন চাওয়ার বিষয়টি টিকার কার্যকারিতা জানার ওপরেই নির্ভর করছে। যখনই তা জানা যাবে, তখনই আবেদন করা হবে।

এদিকে মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, করোনাভাইরাসের কোনও টিকার জরুরি অনুমোদন দেওয়ার আগে তাদের কমপক্ষে দুই মাসের নিরাপত্তা তথ্য দিতে হবে। সময় নির্ধারণের বিষয়টিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক অভিসন্ধি বলে মন্তব্য করেছেন। তিনি ৩ নভেম্বর নির্বাচনের আগে টিকা আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, জার্মান সহযোগী বায়োএনটেকের সঙ্গে তৈরি করা কোভিড-১৯ টিকার জরুরি অনুমোদনের জন্য তারা নভেম্বরের শেষ দিকে আবেদন করতে পারে। অর্থাৎ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে নির্বাচনের আগেই টিকা আনার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ হচ্ছে না।

বোরলা বলেছেন, তার প্রতিষ্ঠান যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবতার নিরিখে জনগণের কাছে কার্যকর তথ্য জানানোর পরিকল্পনা করেছে।

/বিএ/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা