X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভারতীয় গোয়েন্দা প্রধানের সঙ্গে নেপালের প্রধানমন্ত্রীর বৈঠক

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০২০, ১৮:২৮আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৩:২৩

ভারতের শীর্ষ সামরিক গোয়েন্দা সংস্থা র (রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং)-এর প্রধান সামন্ত কুমার গোয়েলের সঙ্গে বৈঠক করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। নিজ দলের নেতারা ছাড়াও তার বিরুদ্ধে সরব হয়েছেন দেশটির তিন সাবেক প্রধানমন্ত্রী। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নির্বাহী চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচন্দের দাবি, দলীয় নেতাদের না জানিয়ে ওলি’র এ ধরনের বৈঠক আপত্তিজনক। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কে পি শর্মা ওলি

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত বুধবার বিশেষ বিমানে দিল্লি থেকে কাঠমান্ডু পৌঁছান ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান সামন্ত কুমার গোয়েলসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। সফরে তারা প্রধানমন্ত্রী ছাড়াও বিরোধীদলীয় নেতা শের বাহাদুর দেউবা, সাবেক প্রধানমন্ত্রী বাবুরাম ভাত্তারিয়ার সঙ্গেও আলাদা বৈঠক করেন।

বুধবার রাতে প্রায় দুই ঘণ্টা ধরে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে বৈঠক করেন র’ প্রধান। ওই বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে ওলি বিরোধীরা। র’ প্রধানের পর আগামী মাসে নেপাল সফরের কথা রয়েছে ভারতীয় সেনাপ্রধান এম এম নারাভানের। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সীমান্ত নিয়ে উত্তেজনার পর সম্পর্ক পুনরুদ্ধারের অংশ হিসেবে এসব সফর অনুষ্ঠিত হচ্ছে।    

জানা গেছে, কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান পুষ্পকমল দাহাল প্রচন্দ তার অনুসারীদের বলেছেন, দলীয় ঐক্য বজায় রাখা তার দায়িত্ব হলেও ওলির অন্যায় আচরণের কারণে তাকে সরকারি কাজের দায়িত্বও নিজ হাতে তুলে নিতে হতে পারে। দুই মন্ত্রীসহ সমবেত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘দল এবং মন্ত্রিসভাকে অন্ধকারে রেখে এ ধরনের বৈঠক উদ্বেগজনক। প্রধানমন্ত্রীর কাছে এর ব্যাখ্যা দাবি করছি।‘ মাধব নেপাল এবং আরেক সাবেক প্রধানমন্ত্রীও বলেছেন, প্রধানমন্ত্রী ও র’ প্রধানের এই ধরনের বৈঠক জাতীয় স্বার্থের পরিপন্থী।

তবে প্রধানমন্ত্রীর প্রেস উপদেষ্টা সূর্য থাপা বলেছেন, র’ প্রধান সৌজন্য সাক্ষাতের জন্য ওলির কাছে আসেন। তিনি বলেন, র’ প্রধান সামন্ত কুমার গোয়েল দুই দেশের বিদ্যমান সমস্যা আলোচনার মাধ্যমে নিরসন এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন। 

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা