X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তৃতীয় মেয়াদে ক্ষমতাসীন হলেন আইভরি কোস্টের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০২০, ১৯:৪৩আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১৯:৪৩

বিরোধীদের বয়কট করা নির্বাচনে জিতে তৃতীয় মেয়াদে ক্ষমতাসীন হয়েছেন আইভরি কোস্টের প্রেসিডেন্ট অ্যালেসান ওয়াত্তারা। এই নির্বাচনে তিনি ৯৪ শতাংশ ভোট পেয়েছেন বলে জানিয়েছে পশ্চিম আফ্রিকার দেশটির নির্বাচনি কর্তৃপক্ষ। তবে ওয়াত্তারার বিজয়কে অবৈধ আখ্যা দিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বি প্রার্থী। ব্রিটশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। আইভরি কোস্টের প্রেসিডেন্ট অ্যালেসান ওয়াত্তারা

২০১৬ সালে আইভরি কোস্টের সংবিধান গৃহীত হলে প্রেসিডেন্টের জন্য সর্বোচ্চ দুই মেয়াদ ক্ষমতা থাকার সীমা নির্দিষ্ট করা হয়। ওই সময় ৭৮ বছর বয়সী প্রেসিডেন্ট অ্যালেসান ওয়াত্তারাও নতুন প্রজন্মের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেন। তবে এই বছরের জুলাইয়ে দেশটির প্রধানমন্ত্রী আমাদু গন কুলিবেলির মৃত্যুর পর দেশটিতে রাজনৈতিক সংকট শুরু হয়।

নিজের উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী আমাদু গন কুলিবেলিকেই ভেবে রেখেছিলেন প্রেসিডেন্ট অ্যালেসান ওয়াত্তারা। তবে তার মৃত্যুর পর নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে আবারও নির্বাচনে প্রার্থী হন তিনি। তার দাবি সংবিধান গৃহীত হওয়ার পর থেকেই কার্যকর হবে প্রেসিডেন্ট পদের সময়সীমার হিসেব। নির্বাচনের আগে ৪০ জন বিরোধী প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার সুযোগ বাতিল করে দেয় প্রেসিডেন্ট নিযুক্ত নির্বাচনি কর্তৃপক্ষ। এনিয়ে দেশটিতে রাজনৈতিক সংকট শুরু হলে দেশটির বহু নাগরিক ২০১০ সালের মতো সহিংসতার আশঙ্কায় প্রতিবেশি লাইবেরিয়া, ঘানা ও টোগোতে পালিয়ে যায়। ওই বছর নির্বাচন পরবর্তী সহিংসতায় দেশটিতে প্রায় ৩ হাজার মানুষ প্রাণ হারায়।

গত শনিবারের নির্বাচনের পরও প্রেসিডেন্ট অ্যালেসান ওয়াত্তারার বিরুদ্ধে বিক্ষোভ বেড়েছে। বিশেষ করে বিরোধীদের শক্ত অবস্থান রয়েছে যেসব এলাকায় সেসব এলাকায় তীব্র বিক্ষোভ হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, প্রতিদ্বন্দ্বি গ্রুপ কিংবা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে ইতোমধ্যে দেশটিতে অন্তত ৩০ জন নিহত হয়েছে। এছাড়া নির্বাচনের দিনও নিহত হয় পাঁচ জন। প্রেসিডেন্টের দুই প্রধান প্রতিদ্বন্দ্বি জানিয়েছেন, রাতভর তাদের বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা