X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাইডেন খুবই দুর্বল প্রেসিডেন্ট, যুদ্ধ শুরু করতে পারেন: চীনের উপদেষ্টা

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০২০, ১৮:০৩আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২২:৩৯
image

নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক স্বয়ংক্রিয়ভাবে ঠিক হতে থাকবে—বেইজিংকে এমন জল্পনা বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির সরকারের একজন উপদেষ্টা। এর বদলে তার পরামর্শ হলো, ওয়াশিংটনের কঠোর অবস্থানের বিষয়ে বেইজিংকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। শেনঝেনভিত্তিক থিংকট্যাংক অ্যাডভান্সড ইনস্টিটিউট অব গ্লোবাল অ্যান্ড কনটেম্পোরারি চায়না স্টাডিজের ডিন ঝেং ইয়োংনিয়ান বলেছেন, চীন সরকারের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতিটি সুযোগ কাজে লাগানো। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বাইডেন খুবই দুর্বল প্রেসিডেন্ট, যুদ্ধ শুরু করতে পারেন: চীনের উপদেষ্টা

সম্প্রতি গুয়াংজুতে আন্ডারস্ট্যান্ডিং চায়না কনফারেন্সের এক পার্শ্ববৈঠকে দেওয়া এক সাক্ষাৎকারে ঝেং ইয়োংনিয়ান বলেন, ‘সুসম্পর্কের পুরনো দিন গত হয়েছে... যুক্তরাষ্ট্রের স্নায়ুযু্দ্ধের পরিস্থিতি কয়েক বছর ধরেই চলছে আর এই অবস্থা রাতারাতি উধাও হয়ে যাবে না।’

গত আগস্টে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপস্থিতিতে চীনের দীর্ঘমেয়াদি কৌশল সংক্রান্ত এক সিম্পোজিয়ামে বক্তব্য রাখা ঝেং ইয়োংনিয়ান বলেন, চীনের সঙ্গে সমন্বয় করা নিয়ে যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে কোনও দ্বিদলীয় ঐক্যমত নেই। চীন সরকারের এই পরামর্শক বলেন, হোয়াইট হাউজে প্রবেশের পর চীন নিয়ে মার্কিন জনগণের মধ্যে তৈরি হওয়া বিরক্তির সুযোগ নিতে পারেন জো বাইডেন। ঝেং বলেন, ‘মার্কিন সমাজ বিভক্ত হয়ে পড়েছে। বাইডেন এ নিয়ে কিছু করতে পারবেন বলে আমার বিশ্বাস হয় না।’

বাইডেন সম্পর্কে চীন সরকারের পরামর্শক ঝেং ইয়োংনিয়ান বলেন, ‘তিনি নিশ্চিতভাবেই একজন দুর্বল প্রেসিডেন্ট, অভ্যন্তরীণ ইস্যু যদি তিনি সামাল দিতে না পারেন, তাহলে কূটনৈতিক ফ্রন্টে কিছু ঘটাতে পারেন, চীনের বিরুদ্ধে কিছু করতে পারেন। আমরা হয়তো বলি ট্রাম্প গণতন্ত্র ও স্বাধীনতা সমুন্নত করায় আগ্রহী ছিলেন না, বাইডেন আছেন। কিন্তু ট্রাম্প যুদ্ধে আগ্রহী ছিলেন না... তবে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট যুদ্ধ শুরু করে দিতে পারেন।’

করোনাভাইরাস মহামারি, বাণিজ্য এবং মানবাধিকার নানা ইস্যুতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের অবনতি হয়েছে। বাইডেনের অধীনেও দুই দেশের সম্পর্কে উত্তেজনা চলতে থাকবে বলে মনে করছেন চীনের পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞরা।

নির্বাচনি প্রচারে চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংকে দস্যু আখ্যা দিয়েছিলেন বাইডেন।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি