X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কৃষক আন্দোলন নিয়ে উদ্বেগ ট্রুডোর, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০২০, ১৭:৩০আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১১:৩৪
image

ভারতে চলমান কৃষক বিক্ষোভের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার গুরু নানকের জন্মবার্ষিকী সংক্রান্ত এক অনলাইন আলোচনায় তিনি শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রক্ষায় সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রথম কোনও বিশ্বনেতা হিসেবে ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে মন্তব্য করলেন তিনি। তবে এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দেশটির কয়েকটি রাজনৈতিক দলের তরফ থেকেও এই মন্তব্যের নিন্দা জানানো হয়েছে। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কৃষক আন্দোলন নিয়ে উদ্বেগ ট্রুডোর, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের কৃষিনীতির বিরুদ্ধে আন্দোলনরত ভারতীয় কৃষকরা কার্যত দিল্লি ঘিরে ফেলেছে। রাজধানীতে ঢোকার যে পাঁচটি প্রধান রাস্তা আছে; তার মধ্যে দুটি পুরোপুরি এবং একটি আংশিক বন্ধ করে দিতে হয়েছে। বাকি দুই ঢোকার রাস্তাতেও কৃষক জমায়েত হয়েছে। গত পাঁচদিন ধরে তারা দিল্লিতে আসার চেষ্টা করছে। পুলিশের অবরোধ, লাঠি, কাঁদানে গ্যাস, জলকামান অগ্রাহ্য করে তারা দিল্লির সীমান্তে চলে এসেছে। কৃষকরা বলছে, এই কৃষিনীতি তাদের করপোরেট দাসে রূপান্তরিত করবে।

এমন পরিস্থিতিতে গুরু নানকের ৫৫১তম জন্মবার্ষিকীর উপলক্ষে কানাডার এক আইনপ্রণেতার আয়োজনে অনলাইন আলোচনায় অংশ নিয়ে জাস্টিন ট্রুডো বলেন, ভারতে কৃষক আন্দোলনের পরিস্থিতিকে উদ্বেগজনক। তিনি বলেন, ‘আমরা সবাই পরিবার ও বন্ধুদের নিয়ে খুবই উদ্বেগে আছি। আমি জানি এই বাস্তবতা আপনাদের অনেকের। আপনাদের স্মরণ করিয়ে দেই, শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রক্ষায় কানাডা আপনাদের পাশে থাকবে।’ উল্লেখ্য, কানাডার জনগোষ্ঠীর বড় একটি অংশ ভারতীয় বংশোদ্ভূত এবং শিখ ধর্মের অনুসারী। দেশটির মূলধারার রাজনীতিতেও তাদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

জাস্টিন ট্রুডোর এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র অনুরাগ শ্রিবাস্তব বলেছেন, ‘ভারতের কৃষকদের নিয়ে কানাডার নেতার দুর্বল বোঝাপড়ার মন্তব্য আমরা দেখেছি। এ ধরনের মন্তব্য অযাচিত, বিশেষ করে তা যখন একটি গণতান্ত্রিক দেশের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে হয়ে থাকে।’ তিনি বলেন, ‘সবচেয়ে ভালো হয় যদি কূটনৈতিক আলোচনা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা না হয়।’

শিব সেনার উপনেতা প্রিয়াংকা চতুর্বেদীও জাস্টিন ট্রুডোর মন্তব্যের নিন্দা জানিয়েছেন। কৃষক বিক্ষোভকে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে মন্তব্য করে তিনি অন্য দেশের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে ট্রুডোর প্রতি আহ্বান জানান। দিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টির মুখপাত্র রাঘব ছাদাও ট্রুডোর মন্তব্যের জোরালো বিরোধিতা করেছেন।

/জেজে/এমওএফ/বিএ/
সম্পর্কিত
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা