X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

'রকিং ইমাম'কে পর্তুগালে গান গাইতে মানা তুরস্কের

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০১৬, ১৫:৫৫আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৫:৫৫
image

আহমেত মুহসীন তুজার একইসঙ্গে ইমাম ও সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত এক তুর্কি নাগরিককে পর্তুগালের কনসার্টে অংশ নেওয়ার অনুমতি দেননি তুরস্কের ধর্মবিষয়ক কর্তৃপক্ষ প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স। এপ্রিলের শুরুর দিকে অনুষ্ঠিত হতে যাওয়া এক কনসার্টে যোগ দিয়ে ইমাম আহমেত মুহসিন তুজার নামের ওই ব্যক্তির করা আবেদনটি মঙ্গলবার নাকচ হয়ে যায়। সেই সঙ্গে তুজারের কাছে কনসার্টে যোগ দিতে চাওয়ার কারণ ব্যাখ্যা করারও নির্দেশ দেওয়া হয়েছে। তুরস্কের ধর্মবিষয়ক কর্তৃপক্ষের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরটি নিশ্চিত করেছে। এদিকে ধর্মীয় কর্তৃপক্ষ অবস্থান না পাল্টালে মামলা করার হুমকি দিয়েছেন তুজার।
সংবাদমাধ্যমটি জানায়, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আনতালিয়া শহরের একটি মসজিদে ইমামতি করেন মুহসিন তুজার। একইসঙ্গে তুর্কি রক ব্যান্ড ফিরকের হয়ে গান করেন তিনি। সম্প্রতি, পর্তুগালের পোর্তো শহরের সেরালভেস মিউজিয়াম অব কনটেমপোরারি আর্ট থেকে তাকে কনসার্টে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। সেখানে ‘কোরাসান টাইম-কোর্ট মিরেজ’ ব্যান্ড দলের সঙ্গে তার গান গাওয়ার কথা ছিল। এরপর তুরস্কের ধর্মবিষয়ক কর্তৃপক্ষ প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স বরাবর আবেদন জানান তুজার। তবে মঙ্গলবার সে আবেদনটি নাকচ হয়ে গেছে বলে জানায় প্রেসিডেন্সি।
‘রকিং ইমাম’ হিসেবে পরিচিত তুজারের দাবি, ‘খোদাই জানেন যে ওই কনসার্টে আমি অনৈসলামিক কোনও গান পরিবেশন করতাম না। আমি কেবল গানের মধ্য দিয়ে আমার দেশের ও ধর্মের প্রতিনিধিত্ব করতাম। যখন পশ্চিমাবিশ্বে ইসলামভীতি বা ইসলামোফোবিয়া ছড়িয়ে পড়েছে সে সময় এ ধরনের প্রতিনিধিত্ব জরুরি ছিল।’  

উল্লেখ্য, কোরাসান টাইম-কোর্ট মিরেজ নামের ব্যান্ডটির প্রধান ক্যাথেরিন ক্রিস্টার হ্যানিক্স একজন সুইডিশ সঙ্গীতশিল্পী। ২০১৪ সালে তিনি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন।

ভারতীয় রাগা, আরবি-তুর্কি ঐতিহ্যবাহী সঙ্গীত এবং পূর্বাঞ্চলীয় আফ্রিকান গানের তুর্কি ও আরবি সুর মিশিয়ে ফিউশন তৈরি করে থাকে তারা।

তুজারের দাবি, আগে একসময় তুরস্কের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পোর্তো কনসার্টকে আর্থিক সহায়তা দেওয়া হতো। সেই সঙ্গে ধর্মীয় কর্তৃপক্ষও তাদের সমর্থন দিতেন। তবে হঠাৎ করে সমর্থন বন্ধ করে দেওয়ায় ক্ষোভ জানিয়ে তুজার বলেন, কর্তৃপক্ষ তাদের অবস্থান না পাল্টালে তিনি আইনের আশ্রয় নেবেন।

২০১৩ সালে তুজারের ব্যান্ডের একটি অ্যালবাম প্রকাশ হওয়ার পর থেকে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে ধর্মবিষয়ক কর্তৃপক্ষ। তবে এক বছর পর তাকে সাজা না দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই তদন্ত চলাকালীনই ২০১৪ সালে নিউইয়র্কে কোরাসান ব্যান্ডের সঙ্গে গান করেন তুজার।

উল্লেখ্য, সরকারি নিয়ন্ত্রণাধীন প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স ধর্মনিরপেক্ষ তুরস্কের মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর দেখাশোনা করে থাকে। সাধারণত, ইসলামি বিষয়ে বাধাহীন দৃষ্টিভঙ্গি দেখিয়ে থাকেন তারা। সূত্র: আলজাজিরা

/এফইউ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’