সিরিয়ার আল-কারিয়াতাইন শহরে আইএসের হাতে জীবন দিয়েছেন ২১ জন খ্রিস্টান ধর্মাবলম্বী। নিহতদের মধ্যে তিনজন নারী। এছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত পাঁচজন। সিরীয় অর্থোডক্স চার্চ-এর বরাত দিয়ে সোমবার বিবিসি এ খবর জানিয়েছে।
২০১৫ সালের আগস্ট মাসে সিরিয়ার আল-কারিয়াতাইন শহরের নিয়ন্ত্রণ নেয় আইএস। এরপর থেকে সেখানকার তিন শতাধিক খ্রিস্টান বাসিন্দা অসহনীয় জীবনযাপন করতে থাকেন। এদের মধ্যে অন্তত ২১ জনকে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
চলতি বছরের গোড়ার দিকে আইএসের হাত শহরটির আংশিক নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয় রুশ সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সমর্থকরা। কিন্তু হঠাৎ করে সিরিয়া থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের ঘোষণায় আবারও মাথাচাড়া দিয়ে উঠছে আইএস।
সিরীয় অর্থোডক্স চার্চ জানিয়েছে, নিজেদের নিয়ন্ত্রিত শহরে আটকে পড়া খ্রিস্টান কিশোরীদের যৌনদাসী হিসেবে বিক্রির পরিকল্পনা করেছে আইএস। আটক সবাইকে মুক্ত করতে আলোচনা চলছে। কিন্তু শর্তের বাইরে গিয়ে আইএস ইচ্ছেমত মানুষ খুন করছে।
এদিকে সম্প্রতি সিরিয়ায় একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে আইএস। গত কয়েক মাসে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একাধিক শহর তাদের হাতছাড়া হয়েছে। কদিন আগেই আইএসের কাছ থেকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আল-রাই শহর ছিনিয়ে নেয় দেশটির সরকারবিরোধী বিদ্রোহীরা। এ জয়কে আলেপ্পো শহর পুনরুদ্ধারের জ্বালানি হিসেবে বিবেচনা করা হচ্ছে। টানা কয়েকদিন ব্যাপক লড়াইয়ের পর আল-রাই শহরের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয় বিদ্রোহীরা। এতে করে এই পথে তুরস্ক থেকে বিদ্রোহীদের জন্য সহায়তার রুটটি নিরাপদ হলো। সূত্র: বিবিসি।
/এমপি/