X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় দুই অস্ট্রেলীয় নিহতের দাবি আল কায়েদার

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০১৬, ২২:৪০আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ২২:৪০

আল কায়েদা অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) দাবি করেছে, ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় অস্ট্রেলিয়ার দুই নাগরিক নিহত হয়েছেন। এ দাবির সপক্ষে সংগঠনটি ২০ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক খবরে এ কথা বলা হয়েছে।

আল কায়েদার দাবি অনুসারে নিহত অস্ট্রেলিয়ার নাগরিক হলেন আবু সালমা আল অস্ট্রেইল ও আবু সুহাইব আল অস্ট্রেইল।

আরও পড়ুন: সৌদি-ইরান দ্বন্দ্বে তেল উৎপাদন কমানো নিয়ে অনিশ্চয়তা

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অপর দুই ব্যক্তি স্বীকার করছেন তারা মার্কিন কর্তৃপক্ষকে ড্রোন হামলার জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। ২০১৫ সালের জানুয়ারিতে ওই ড্রোন হামলায় একিউএপির এক শীর্ষ নেতাসহ বেশ কয়েকজন জঙ্গি নিহত হন।

মধ্যপ্রাচ্যের আরও খবর: গুয়ানতানামো কারাগারের ৯ ইয়েমেনি বন্দিকে সৌদি আরবে স্থানান্তর

আবু সালমা আল অস্ট্রেইল টাউনসভিলের ক্রিস্টোফার হার্ভাড এবং আবু সুহাইব আল অস্ট্রেইল ড্যারিল জোনস বলে জানা গেছে। তারা উভয়েই অস্ট্রেলিয়ার নাগরিক। ধারণা করা হয়, ২০১৩ সালের ১৯ নভেম্বর ইয়েমেনের পূর্বাঞ্চলীয় প্রদেশে হাদ্রামাউতে ড্রোন হামলায় নিহত হয়েছেন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সময় নিহত দুই ব্যক্তির জাতীয়তা নিশ্চিত করে। কিন্তু এখন পর্যন্ত তাদের ছবি প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সম্পদ বিক্রি করে দেওয়ার হুমকি সৌদি আরবের

মার্কিন সংবাদমাধ্যম এবিসির প্রকাশিত তথ্য জানা গেছে, নিহত এই দুই অস্ট্রেলীয় ইউরোপীয়ান নাগরিকদের অপহরণ করে মুক্তিপণ আদায়ে জড়িত ছিলেন। ইয়েমেনে বিতর্কিত মার্কিন বিমান হামলায় প্রথম অস্ট্রেলীয় নাগরিক নিহত হওয়ার ঘটনা এটি।

২০১৫ সাল থেকে একিউএপি ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশের আল-মুক্কালাহসহ একাধিক শহর দখল করে। দুই বছর ধরে চলমান গৃহযুদ্ধের সৃষ্ট অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে এ দখল করে আল কায়েদা। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/

সম্পর্কিত
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
পাকিস্তানে ভূপাতিত ভারতের ইসরায়েলি ড্রোন সম্পর্কে যা জানা গেলো
গাজা ইস্যুতে গোপন পরিকল্পনা নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: রয়টার্স
সর্বশেষ খবর
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল