X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

গুয়ানতানামো কারাগারের ৯ ইয়েমেনি বন্দিকে সৌদি আরবে স্থানান্তর

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০১৬, ১৬:২৯আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৬:২৯
image

গুয়ানতানামো বে কিউবার কুখ্যাত মার্কিন কারাগার গুয়ানতানামো বে থেকে নয় ইয়েমেনি নাগরিককে সৌদি আরবে স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ২০০৭ সাল থেকে অনশনে থাকা এক বন্দিও রয়েছেন। গুয়ানতানামো বন্দিশালা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অঙ্গীকারের অংশ হিসেবেই ইয়েমেনি বন্দিদের স্থানান্তর করা হয়।
উপসাগরীয় দেশগুলোর পারস্পরিক সহযোগিতাবিষয়ক জোট জিসিসির সম্মেলনে যোগ দিতে বুধবার সৌদি আরব যাচ্ছেন ওবামা। আর তার আগেই এ বন্দি স্থানান্তরের ঘোষণা এলো। 
আরও পড়ুন: আবারও দুই ধাপে গুয়ানতানামো কারাগারের বন্দি স্থানান্তরের সিদ্ধান্ত
শনিবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘গুয়ানতানামো বে বন্দিশালা বন্ধে যুক্তরাষ্ট্রের চলমান প্রচেষ্টায় সমর্থন যোগানোর ইচ্ছে ও মানবিকতার জন্য সৌদি সরকারের কাছে আমরা কৃতজ্ঞ।’
স্থানান্তর হওয়া বন্দিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ৩৭ বছর বয়সী তারেক বিন ওদাহ। ২০০৭ সালে অনশন শুরুর পর থেকে প্রতিদিন সেনাবাহিনী তাকে জোর করে খাইয়ে আসছে। তারেকের আইনজীবীরা জানিয়েছেন, এরইমধ্যে তার ওজন ৩৪ কেজি কমেছে।
গুয়ানতানামো বন্দিশালা
প্রেসিডেন্ট হিসেবে সময় ফুরিয়ে এসেছে ওবামার। এই বন্দীশিবির বন্ধ করা ছিল তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। তাই হোয়াইট হাউজ ছাড়ার আগে তিনি গুয়ানতানামো কারাগার বন্ধ করতে চান। মার্কিন সরকার পরিচালিত এই কারাগারটির অবস্থান কিউবায়। এর প্রতিষ্ঠা নাইন ইলেভেন হামলার পরের বছর ২০০২ সালে। কারাগারটি প্রতিষ্ঠার পর যুক্তরাষ্ট্রের চোখে সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকতে পারেন এমন সন্দেহভাজন ব্যক্তি অথবা যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি বলে মনে হয় এমন ৭৮০ জনকে সেখানে বন্দি রাখা হয়। আরও পড়ুন: গুয়ানতানামো কারাগার বন্ধের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন ওবামা


শনিবার নতুন করে এ স্থানান্তরের ঘোষণা দেওয়ার পর বর্তমানে গুয়ানতানামোতে অবস্থানরত বন্দির সংখ্যা দাঁড়ালো ৮০ জনে। এসব বন্দির বেশিরভাগকেই কোনও ধরনের অভিযোগ ও বিচার ছাড়াই এক দশকেরও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে। সূত্র: আল জাজিরা

/এফইউ/বিএ/

সম্পর্কিত
সিরিয়ার ওপর থেকে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
মার্কিন শুল্কনীতিকে ব্ল্যাকমেইলের সঙ্গে তুলনা করলেন ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
ক্রিকেটার নাসির-তামিমার মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানি ১৪ জুলাই
ক্রিকেটার নাসির-তামিমার মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানি ১৪ জুলাই
জনগণকে সঙ্গে নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করেই ছাড়বো: নাহিদ ইসলাম
জনগণকে সঙ্গে নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করেই ছাড়বো: নাহিদ ইসলাম
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি