এক চিড়িয়াখানা ছেড়ে নতুন আরেকটি চিড়িয়াখানায় ওঠার কথা ছিল ক্যাঙারুটির। কিন্তু পথিমধ্যে হারিয়ে চলে গেলো বনের ভেতরে। অনেক খোঁজাখুঁজির পর পুলিশ যখন সেই ক্যাঙারুর হদিস পেলো তখনই ঘটলো বিপত্তি। খাঁচায় বন্দি করার আগেই পুলিশের মুখে ঘুষি দিয়ে বসলো ক্যাঙারুটি। কানাডার টরেন্টোতে এই বিচিত্র ঘটনা ঘটেছে।
হারানোর সপ্তাহখানেক পরে টহলরত পুলিশ কর্মকর্তারা সোমবার (২৭ নভেম্বর) ভোররাত ৩ টারে দিকে কানাডার উত্তর ওশাওয়ার একটি পার্কে ক্যাঙারুটিকে দেখতে পান। এরপর পুলিশ পশু প্রতিপালক দলের সঙ্গে যোগাযোগ করে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) তারা গিয়ে দেখতে পায় অন্টারিওর ওশাওয়া চিড়িয়াখানায় বসে বিশ্রাম নিচ্ছে ক্যাঙারুটি। সে সময় পশু প্রতিপালকদের দেখতে পেয়ে তাদের ওপর সে ঝাঁপিয়ে পড়তে যায়। পরে পুলিশ এসে নির্দেশনা মাফিক প্রথমে ক্যাঙারুটির লেজ ধরতে যান। ঠিক সে সময় ক্যাঙারুটি এক পুলিশ কর্মকর্তার মুখে আঘাত করে বসে।
এখন ক্যাঙারুটিকে কিছুদিন ওশাওয়া চিড়িয়াখানায় পশু চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। পুলিশ বলছে, আমরা তাকে কিছুদিন পর্যবেক্ষণে রাখতে চাচ্ছি।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির কলেজ অফ সায়েন্সের ডক্টর জর্জ উইলসন বলেছেন, যখন ক্যাঙারুরা মানুষের সামনে আসে তখ্ন সে সাধারণ পা দিয়ে আঘাত করে সামনের জনকে। বিশেষ করে চিড়িয়াখানা থেকে বের হয়ে আসা ক্যাঙারুরা। তিনি বলেন, সাধারণত ক্যাঙারুরা নিজেদের প্রতিরক্ষার জন্য পা দিয়ে আঘাত করে, ঘুষি না। তবে অনেকসময় এর ব্যতিক্রমও দেখা যায়। ক্যাঙারুরা মাঝেমধ্যে আক্রমণ করার জন্য মৃদু আঘাতও করে।
অস্ট্রেলিয়ায় বিখ্যাত বক্সিং ক্যাঙারু একসময় বেশ আলোড়ন সৃষ্টি করেছিলো বলে জানান উইলসন।
সূত্র: দ্য গার্ডিয়ান