X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

হুমকি নয়, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা দরকার: পুতিন

বিদেশ ডেস্ক
১৫ মে ২০১৭, ১৯:০০আপডেট : ১৫ মে ২০১৭, ১৯:০২

ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, হুমকি নয়, বিশ্বের উচিত উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করা। সোমবার চীনের বেইজিংয়ে এ কথা বলেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুতিন জানিয়েছেন, নতুন কোনও দেশের পারমাণবিক শক্তি অর্জনের বিরোধিতা করে মস্কো। উত্তর কোরিয়া সম্প্রতি যেসব পারমাণবিক পরীক্ষা চালিয়েছে তা গ্রহণযোগ্য নয়। কিন্তু কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনা নিরসনে শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই পারমাণবিক শক্তিধর দেশের সংখ্যা বৃদ্ধির বিরোধী আমরা। কোরীয় উপদ্বীপ ও উত্তর কোরিয়াও পারমাণবিক অস্ত্র থাকুক আমরা চাই না। এ ধরণের পদক্ষেপ ক্ষতিকর ও বিপজ্জনক।’

পুতিন আরও বলেন, ‘একই সঙ্গে বিশ্বকে পর্যালোচনা করে আমরা বুঝতে পারছি যে, বিশেষ করে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও বিদেশি রাষ্ট্র কর্তৃক অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন, শাসক পরিবর্তন এই ধরনের অস্ত্র প্রতিযোগিতা হাজির করেছে।’

ঠিক কোনও দেশের কথা বলছেন পুতিন তা নির্দিষ্ট করে বলেননি। তবে এর আগে পুতিন ইরাক, লিবিয়া ও সিরিয়ায় মার্কিন সামরিক অভিযানের সমালোচনা করেছেন। পুতিন অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র দেশগুলো বৈধ শাসকদের উৎখাতের চেষ্টা করছে।

রুশ রাষ্ট্র নেতা বলেন, ‘এই পরিস্থিতিতে আমাদের উচিত যৌথভাবে কাজ করা। আন্তর্জাতিক আইন রক্ষার ব্যবস্থাকে শক্তিশালী এবং জাতিসংঘের সনদ রক্ষায় সহযোগিতা করা। আমাদের উচিত উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় ফিরে যাওয়া। শান্তিপূর্ণভাবে সমস্যাটি সমাধানে দেশটিকে আতঙ্কিত করা বাদ দিতে হবে।’

পুতিন মনে করেন, আলোচনার মাধ্যমে এই সংকট উত্তরণ সম্ভব। কারণ অতীতে পিয়ংইয়ং-র সঙ্গে আলোচনায় ‘ইতিবাচক’ অগ্রগতি হয়েছে।

উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে অবহিত আছেন বলেও জানিয়েছেন পুতিন। তিনি বলেন, ‘এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা আমাদের জন্য কোনও হুমকি নয়। তবে এটা ঠিক যে, এর ফলে সংকটকে আরও বাড়ি দেবে। যা মোটেই ভালো কিছু নয়।’

রবিবার উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি মনে করেন রাশিয়া খুশি হবে না। কারণ ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার ভূখণ্ডের কাছেই পতিত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে রাশিয়ার উপকূল থেকে ৫০০ কিলোমিটার দূরে বিস্ফোরিত হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর বেশ কয়েকটি মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এতে করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘসহ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও তোপের মুখে পড়েছে দেশটি। তারপরও নিজেদের পরীক্ষা থামায়নি তারা। গত মাসে তাদের দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়। ধারণা করা হয় তাদের কাছে দুটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
সর্বশেষ খবর
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
অরাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশসিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
বাংলাদেশের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন অধিনায়ক খেলবেন না কেন?
বাংলাদেশের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন অধিনায়ক খেলবেন না কেন?
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র