X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পুতিনের মুখপাত্র করোনায় আক্রান্ত

বিদেশ ডেস্ক
১৩ মে ২০২০, ০১:০০আপডেট : ১৩ মে ২০২০, ০১:০১

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। মঙ্গলবার দিমিত্রি ও তার স্ত্রী করোনা পজিটিভ হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

পুতিনের মুখপাত্র করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাশিয়ায়। মঙ্গলবার পর্যন্ত সরকারি দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে। তবে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় মৃত্যু কম। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ১১৬ জনের।   

দীর্ঘ দিন ধরেই ভ্লাদিমির পুতিনের সঙ্গে কাজ করছেন দিমিত্রি পেসকভ। কয়েকদিন আগেই তার কিছু উপসর্গ দেখা দেওয়ায় করোনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার রিপোর্ট পজিটিভ পাওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি হন দিমিত্রি। ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ নিজেই জানিয়েছেন, আমি অসুস্থ। আমি চিকিৎসাধীন রয়েছি।

তবে দিমিত্রি অসুস্থ হলেও তার মাধ্যমে পুতিনের সংক্রমণের আশঙ্কা নেই বলেই তিনি জানিয়েছেন। রুশ সংবাদ সংস্থা তাসকে পেসকভ বলেন, ‘প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার শেষ সাক্ষাৎ হয়েছিল দীর্ঘ এক মাসের বেশি সময় আগে।’

বার দিন আগে সর্বশেষ দিমিত্রিকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। ক্রেমলিনের পক্ষেও জানানো হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্য সুরক্ষিত। রাশিয়ায় সংক্রমণ শুরু হওয়ার কিছু দিন পর থেকেই মস্কোর বাইরে একটি বাসভবনে রয়েছেন রুশ প্রেসিডেন্ট। সেখান থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারি বৈঠকে যোগ দিচ্ছেন ও পরিচালনা করছেন পুতিন।

এর আগে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনসহ রুশ মন্ত্রিসভার চার সদস্য করোনায় আক্রান্ত হন। এপ্রিলের শেষের দিকে করোনা সংক্রমণ ধরা পড়ার পরেই প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সাময়িকভাবে সরে দাঁড়ান মিশুস্তিন।

/এএ/
সম্পর্কিত
ইউক্রেনের তিনটি অঞ্চলের জ্বালানি স্থাপনায় রুশ হামলা
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
সর্বশেষ খবর
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
খুদে ক্রিকেটারদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিলো প্রাইম ব্যাংক
খুদে ক্রিকেটারদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিলো প্রাইম ব্যাংক
মে থেকে  বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
মে থেকে বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
ইলেক্ট্রোলাইট পানীয় কী? কখন খাবেন?
ইলেক্ট্রোলাইট পানীয় কী? কখন খাবেন?
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু