X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতি রাশিয়ার

বিদেশ ডেস্ক
২১ জুন ২০২১, ২৩:২৩আপডেট : ২১ জুন ২০২১, ২৩:২৩

নিরাপত্তা ও অন্যান্য সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া ও মিয়ানমার। সোমবার মস্কোয় আলোচনায় মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ দু’দেশের সম্পর্ক বাড়াতে একমত হয়েছেন।

মিয়ানমারের জান্তাপ্রধান রবিবার রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছান। সেখানে নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিনি এই সফর করছেন। ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর জান্তাপ্রধানের এটি দ্বিতীয় বিদেশ সফর। সফরকে ঘিরে ইতোমধ্যে আলোচনা চলছে নানা মহলে।

রাশিয়ার বিরুদ্ধে মিয়ানমারের সামরিক জান্তা সরকারকে বৈধতা দেওয়ার অভিযোগ তুলেছেন মানবাধিকারকর্মীরা। নির্বাচিত সরকারকে উৎখাত করে অবৈধ উপায়ে ক্ষমতায় বসার পরও সামরিক সরকারের সঙ্গে অস্ত্র চুক্তি অব্যাহত রাখা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

সোমবারের বৈঠকে রাশিয়া বলছে, মিয়ানমারের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। কিন্তু গত মার্চ থেকে দেশটির বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা বাড়তে থাকায় মস্কো গভীর উদ্বেগ প্রকাশ করছে।

বৈঠক নিয়ে সংবাদমাধ্যম মিয়ানমার রেডিও ও টেলিভিশনে বলা হয়েছে, দু’দেশের সুরক্ষা ব্যবস্থার পাশাপাশি মিয়ানমারের বর্তমান বিষয়গুলোতে দুই দেশের মধ্যে সহযোগিতা নিয়েও আলোচনা হয়। এছাড়া দু’দেশের সেনাবাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখতেও সম্মত হয়েছেন তারা।

মিয়ানমার সেনাবাহিনীর মিত্র ও অস্ত্র সরবরাহকারী রাশিয়ায় কতদিন জান্তাপ্রধান অবস্থান করবেন সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এমন সময়ে তিনি এ সফরে গেলেন যার মাত্র দুই দিন আগে মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধে একটি প্রস্তাব পাস করে জাতিসংঘ সাধারণ পরিষদ। ১৮ জুন শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবটিতে নির্বাচিত সরকারকে উৎখাতের ঘটনায় জান্তা সরকারের নিন্দা জানানো হয়েছে। রাশিয়া এই প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল।

/এলকে/
সম্পর্কিত
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
ব্রিটিশ নিশানায় হামলার হুমকি রাশিয়ার
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, ২ ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা আটক
সর্বশেষ খবর
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি