X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

ব্রেক্সিটের পর ইইউ নেতাদের মুখোমুখি হচ্ছেন ক্যামেরন

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০১৬, ০৮:৪৭আপডেট : ২৮ জুন ২০১৬, ১০:৪৬

ডেভিড ক্যামেরন ব্রেক্সিটের পক্ষে গণভোটের পর প্রথমবারের মতো ইইউ নেতাদের মুখোমুখি হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইউরোপীয় ইউনিয়নের ব্রাসেলস সম্মেলনে ব্রেক্সিট নিয়ে গণভোট ও আসন্ন পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করবেন ক্যামেরন। যদিও সোমবার জার্মানি, ফ্রান্স ও ইতালির নেতারা জানিয়েছেন, এ পর্যায়ে ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে  যাওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনও আলোচনা হবে না। এদিকে,  প্রধানমন্ত্রী হিসেবে ডেভিড ক্যামেরনের স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন চ্যান্সেলর জর্জ ওসবর্ন।

ব্রাসেলস সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ব্রিটেনের বেরিয়ে যাওয়ার শর্তাবলী নিয়ে আলোচনা করবেন। বৈঠক শেষে ইউরোপীয়ান কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ও ইউরোপীয়ান কমিশন প্রেসিডেন্ট জিন-ক্লড জাঙ্কার এর সঙ্গে নৈশভোজ করবেন।

গত সপ্তাহে ব্রেক্সিটের পক্ষে গণভোটে জনগণের রায় যাওয়ায় পদত্যাগের ঘোষণা দেন। ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকার পক্ষে প্রচারণা চালিয়েছিলেন তিনি। সোমবার তিনি জানিয়েছেন, সরকার একটি বিশেষ ইউনিট গঠন করবে যা ইইউ থেকে বেরিয়ে যাওয়ার প্রাথমিক কাজগুলো শুরু করবে।

তবে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে যার স্থলাভিষিক্ত হবেন তাকেই সিদ্ধান্ত নিতে হবে লিসবন চুক্তি অনুসরণ করা হবে কিনা।

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ এবং ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি সোমবার বার্লিনে এক বৈঠকে বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

নিয়ম অনুযায়ী, ইইউ ত্যাগের জন্য যুক্তরাজ্যকে লিসবন চুক্তির আর্টিকেল ফিফটি কার্যকর করতে হবে। এর আওতায় বিচ্ছিন্নতা নিয়ে আলোচনা চলবে। কিভাবে সদস্যপদ বাতিল করা হবে সে বিষয়ে আলোচনার জন্য দুই বছর সময় থাকবে।

এর আগে ব্রিটিশ অর্থমন্ত্রী জর্জ অসবর্ন বলেছেন, ইইউ থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে ২০০৭ সালের লিসবন চুক্তির আর্টিকেল ফিফটি এখনই কার্যকর করবে না ব্রিটেন।

কিন্তু মার্কেল বলেছেন, বেশিরভাগ ব্রিটিশ ইইউ ত্যাগের পক্ষে ভোট দিয়েছেন। তাই তারা ইইউ-এর কাছে যুক্তরাজ্যের আর্টিকেল ফিফটি পেশ না করা পর্যন্ত অপেক্ষা করতে চান।

তিনি বলেন, ওই বার্তাটি আসার পর সেটি বিবেচনা করার কাজ রয়েছে। তবে এর জন্য আমাদের দীর্ঘদিন অপেক্ষা করাও উচিত হবে না।

মের্কেল বলেন, একটি বিষয় পরিষ্কার। যুক্তরাজ্যের সেই বার্তা না আসা পর্যন্ত ইইউ ত্যাগের কার্যবিধি নিয়ে কোনও অনানুষ্ঠানিক প্রাথমিক আলোচনা হবে না। যদি তা করতে যুক্তরাজ্য সরকারের পর্যাপ্ত পরিমাণ সময়ের প্রয়োজন হয়, তবে আমরা এর মান রাখব। কিন্তু অনির্দিষ্টকালের জন্য এ অচলাবস্থা চলতে পারবে না।

ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের সদস্যপদের ব্যাপারে দ্বিতীয় দফায় গণভোটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এ অবস্থানের কথা নিশ্চিত করেছেন তার মুখপাত্র। এর আগে ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয় গণভোটের দাবিতে খোলা পিটিশনে স্বাক্ষর করেন ৩১ লাখেরও বেশি ব্রিটিশ নাগরিক।

গত বৃহস্পতিবার গণভোটের আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দ্বিতীয় গণভোটের ব্যাপারে কোনো কথা বলেননি। তবে তা সত্ত্বেও ইইউতে থাকার পক্ষের একদল কর্মীর খোলা ওই পিটিশনটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। পিটিশনটি খোলা হয় শুক্রবার।

বৃহস্পতিবারের গণভোটে ইইউতে থাকার পক্ষে ভোট দেন ৪৮ দশমিক ১ শতাংশ ব্রিটিশ। আর ছাড়ার পক্ষে ভোট দেয় ৫১ দশমিক ৯ শতাংশ। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
গবেষণা প্রতিবেদনমেয়ের তুলনায় ছেলের গণিতের দক্ষতা বেশি বলে মনে করেন বাবা-মা
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
সর্বশেষ খবর
রাইসির মৃত্যুতে নিরাপত্তা পরিষদে নীরবতা পালন, ক্ষুব্ধ ইসরায়েলি দূত
রাইসির মৃত্যুতে নিরাপত্তা পরিষদে নীরবতা পালন, ক্ষুব্ধ ইসরায়েলি দূত
বালিয়াকান্দিতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন আহত
বালিয়াকান্দিতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন আহত
অপরাধের ধরন পাল্টেছে, নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়ন করতে হবে: প্রধান বিচারপতি
অপরাধের ধরন পাল্টেছে, নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়ন করতে হবে: প্রধান বিচারপতি
ডেসটিনির পরিচালনা বোর্ডে নতুন চেয়ারম্যান 
ডেসটিনির পরিচালনা বোর্ডে নতুন চেয়ারম্যান 
সর্বাধিক পঠিত
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নিহত হলেন যারা
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নিহত হলেন যারা
পাউবোর দুই প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
পাউবোর দুই প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’