X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রানির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৮

যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘ সময়ে রাজত্ব করা রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ব্যাপক ভাবগাম্ভীর্যপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রয়াত রানিকে শেষ বিদায় জানানো হচ্ছে। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে শুরু হওয়া এই আয়োজনে অংশ নিচ্ছেন দুই হাজারেরও বেশি মানুষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

রানির স্মরণে ওয়েস্টমিনস্টার অ্যাবের বাইরে ঘণ্টাধ্বনি শুরু হয়েছে। তার আয়ুষ্কালের ৯৬ বছরকে স্মরণ করার জন্য যতক্ষণ শেষকৃত্যানুষ্ঠান চলবে, প্রতি বছরের জন্য প্রতি মিনিটে একবার করে এই ঘণ্টা বাজানো হবে।

এরইমধ্যে রানির কফিন নিয়ে শোভাযাত্রা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে চলে এসেছে। সেখানে গান ক্যারিজ থেকে কফিন তুলে নিয়ে রাষ্ট্রীয় শেষকৃত্যের জন্য ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। ভেতরে নেওয়ার পর কফিনটি উঁচু বেদির সামনে একটি প্ল্যাটফর্মের ওপর রাখা হবে।

স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে দিনের প্রথম শবযাত্রা শুরু হয়। শবযাত্রা শুরু করেন গ্যারিসন সার্জেন্ট মেজর অ্যান্ড্রু স্ট্রোক। শবযাত্রা দেখার জন্য উইন্ডসরে হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন।

কয়েকদিন ধরে লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে শায়িত থাকার পর স্থানীয় সময় সোমবার ভোর থেকে রানিকে চিরবিদায় দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এতে অংশ নিচ্ছেন। এর পাশাপাশি বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্য, যুক্তরাজ্যের সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রীরাও এতে অংশ নিচ্ছেন।

৫০০ জনেরও বেশি রাষ্ট্র বা সরকারপ্রধান এবং বিদেশি নেতারা এই আয়োজনে যোগ দিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এজন্য রবিবার লন্ডন পৌঁছেছেন। তিনি শোক বইতে স্বাক্ষর করেছেন এবং ওয়েস্টমিনস্টার হলে শায়িত রানির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন। ভারতের পক্ষে অংশ নেবেন দেশটির প্রেসিডেন্ট দৌপদি মুর্মু। চীনের পক্ষ থেকে দেশটির ভাইস প্রেসিডেন্ট ওয়াঙ কাইশান লন্ডন পৌঁছেছেন।

ইউরোপের প্রায় সবকটি রাজপরিবারের সদস্যরা রানিকে শেষ বিদায় জানাবেন। তাদের অনেকেই রানির রক্তের সম্পর্কে আত্মীয়। বেলজিয়ামের রাজা ফিলিপ, রানি মাথিল্ড এবং স্পেনের রাজা ফেলিপে, রানি লেতিতিয়াও রানিকে শেষ বিদায় জানাবেন বলে জানা গেছে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
সর্বশেষ খবর
স্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!