X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাংলা টাউনে আসছেন ব্রিটেনের রাজা ও কুইন কনসর্ট

লন্ডন প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৩

ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা ৮ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির প্রাণকেন্দ্র বাংলা টাউন সফরে আসছেন। সফরে তারা আলতাব আলী পার্কে অবস্থিত শহীদ মিনার, ব্রিকলেন এলাকা ও ব্রিকলেন জামে মসজিদ পরিদর্শন করবেন। ব্রিটে‌নে বাংলা‌দেশি ক‌মিউনিটির চার প্রজ‌ন্মের বিভিন্ন অর্জন, ইতিহাস-ঐতিহ্য ও সাফল‌্যকে উদযাপ‌ন এবং অনুপ্রাণিত করতে তাদের এই সফর।

ব্রিটে‌নে প্রায় দশ লাখ বাংলা‌দেশি বসবাস কর‌লেও ব্রিক‌লেন বাংলা টাউন এলাকা তথা পূর্ব লন্ড‌নেই বেশিরভাগ ব্রিটিশ-বাংলাদেশির বসবাস।

রাজা চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলা বাংলা টাউনে তাদের সফরের প্রথম পর্বে আসবেন আলতাব আলী পার্কে। এই পার্ক ও এখানে স্থাপিত শহীদ মিনার বাংলাদেশি জনগোষ্ঠীর সংগ্রামী ইতিহাসের স্মারক। আলতাব আলী পার্ক ব্রিটেনে বর্ণবাদের বিরুদ্ধে বাঙালির আন্দোলনেরও প্রতীক।

আলতাব আলী পার্কে রাজা চার্লস ও কুইন কনসর্ট পৌঁছার পর তাদের স্বাগত জানাবেন লর্ড লেফট্যানেন্ট অব গ্রেটার লন্ডন স্যার কেনেথ ওলিসা ওবিই। পরে রাজ অতিথিদের স্বাগত জানাবেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান।

আলতাব আলী পার্কে শহীদ মিনার প্রাঙ্গণে রাজা চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলা পরিচিত হবেন ৭০-এর দশকে লন্ডনে বর্ণবাদবিরোধী আন্দোলনের সংগ্রামী ব্যক্তিত্বদের সঙ্গে।

এ সফর প্রসঙ্গে ব্রিটে‌নে বর্ণবাদবি‌রোধী আন্দোলনের সংগঠক মো. লোকমান উদ্দীন বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, ষাট ও সত্তর দশ‌কে আমা‌দের অগ্রজ বাংলা‌দেশি‌দের ও আমাদের এখানকার বর্ণবাদী‌দের বিরু‌দ্ধে রীতিমতো আন্দোলন করে টিকে থাকতে হয়েছে। আজ‌কের বাংলাদেশি কমিউনিটি সেই সংগ্রা‌মের ভি‌ত্তির ওপর প্রতিষ্ঠিত।

এই সফরের আয়োজন করেছেন ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন (বিবিপিআই)-এর প্রতিষ্ঠাতা ট্রাস্টি আয়েশা কোরেশী এমবিই, জেপি ও টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর আবদাল উল্লাহ। তাদের সহযোগিতা করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, ব্রিকলেন বিজনেস অ্যাসোসিয়েশন ও ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্ট।

কাউন্সিলর আবদাল উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেছেন, রাজা ও কুইন কনসর্ট শহীদ মিনার চত্বরে আস‌বেন। তা‌দের‌ এই শহীদ মিনা‌রের ইতিহাস জানা‌নো হ‌বে। ত‌বে প্রটোকলে না থাকায় তারা নি‌জেরা কোনও ফুল বা পুষ্পস্তবক অর্পণ কর‌বেন না।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!