X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

যৌন সহিংসতা রুখতে লন্ডনে ব্যতিক্রমী এক উদ্যোগ

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০১৬, ১৯:৩৪আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১৯:৩৪

যৌন সহিংসতা রুখতে লন্ডনে ব্যতিক্রমী এক উদ্যোগ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে হামলা ও ধর্ষণসহ বিভিন্ন ধরনের যৌন সহিংসতার শিকার হওয়া নারীরা ঘটনাস্থলের পোস্ট কোড হাতে লিখে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন। লন্ডনকে পুনরুদ্ধার ও নারীদের জন্য নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার জন্য এ প্রচারণা চালাচ্ছেন তারা।
উইমেন’স ইক্যুয়ালিটি পার্টি এ উদ্যোগ নিয়েছে। দলটি নারীদের আহ্বান জানিয়েছে, শিস দেওয়া থেকে শুরু গায়ে হাত দেওয়া, হামলা ও ধর্ষণসহ বিভিন্ন ধারার যৌন সহিংসতার শিকার হওয়ার পর সংশ্লিষ্ট এলাকার পোস্ট কোড নিজেদের হাতে লিখে ছবি তুলে #WECount হ্যাশট্যাগ ব্যবহার করে প্রকাশ করার জন্য। এরপর তারিখ ও সময়সহ যৌন হয়রানির ঘটনার লাইভ ম্যাপ চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন তারা।
দলটির আশা, এর মাধ্যমে লন্ডনে সংঘটিত বিভিন্ন যৌন হয়রানির ঘটনার ব্যাপকতার একটা পরিষ্কার চিত্র মানুষ দেখতে পাবে। মানুষ বুঝতে পারবে ধর্ষণ ও যৌন সহিংসতা কত নৈমিক্তিক ঘটনায় পরিণত হয়েছে।
সংশ্লিষ্ট ঘটনাগুলোর তথ্য দলটি নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধের পক্ষে পরিচালিত অভিযানে ব্যবহার করবে। এ প্রচারণায় একটি শর্ট ফিল্মও অন্তর্ভুক্ত রয়েছে। এতে ধর্ষণের শিকার হওয়া নারী পাবন আমারা তার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। আমারা লন্ডনে ধর্ষণ ও যৌন হামলার শিকার হওয়া নারীদের জন্য ‘মাই বডি ব্যাক’ নামে একটি প্রকল্প পরিচালনা করছেন।

‘রেপ ক্রাইসিস’ নামে একটি সংস্থার তথ্য মতে, ওয়েলস ও যুক্তরাজ্যে প্রতিবছর ৮৫ হাজার নারী ও ১২ হাজার পুরুষ ধর্ষণের শিকার হন। প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে প্রতি ঘণ্টায় ১১টি ধর্ষণের ঘটনা ঘটে। গত বছর লন্ডনে ৪ হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে। এ সময়ে পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে ৭০ হাজার। প্রতিদিন অনাকাঙ্ক্ষিত যৌন আচরণের মুখোমুখি হচ্ছেন হাজার হাজার নারী।

যৌন সহিংসতা রুখতে লন্ডনে ব্যতিক্রমী এক উদ্যোগ

উইমেন ইক্যুয়ালিটি পার্টির নেতা ও লন্ডনের মেয়র প্রার্থী সফি ওয়াকার জানান, প্রতিদিন লন্ডনের কয়েক হাজার নারীকে শিস থেকে শুরু গায়ে হাত দেওয়ার মতো অনাকাঙ্ক্ষিত যৌন আচরণের মুখোমুখি হতে হচ্ছে।  আমাদের চলচ্চিত্রটিতে দেখানো হয়েছে কিভাবে পাবান আমারা ‘মাই বডি ব্যাক’ প্রকল্প গড়ে তুলেছেন এবং কিভাবে রাজধানীজুড়ে নির্যাতনের ঘটনাগুলো চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা দেখাতে চাই যে, প্রত্যেক নারীর ঘটনাই গুরুত্বপূর্ণ। আমরা ওই সব স্থান থেকে সবাইকে ফিরিয়ে আনব এবং রাজধানীকে নারীদের জন্য নিরাপদ শহরে পরিণত করব।’ সূত্র: হাফিংটন পোস্ট

/এএ/বিএ/

সম্পর্কিত
ইসরায়েলের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রফতানি বৈধ: ব্রিটিশ আদালত
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, পুড়ছে লন্ডন
পূর্ব লন্ডনে ছেলের হাতে বাংলাদেশি মা খুন
সর্বশেষ খবর
গোয়ালন্দে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, আতঙ্কিত কৃষক-খামারিরা
গোয়ালন্দে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, আতঙ্কিত কৃষক-খামারিরা
বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক  
বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক  
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ফের পিছিয়েছে
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ফের পিছিয়েছে
বৃহস্পতিবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বৃহস্পতিবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!