X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বিলেতে ঈদে ছুটি পান না হাজারো বাংলাদেশি কর্মী, ব্যতিক্রম ‘কা‌রি লিফ’

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১২ এপ্রিল ২০২৪, ০০:০১আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০০:১২

বি‌লে‌তে ঈ‌দের ছু‌টি পান না ক‌য়েক হাজার বাংলাদেশি রেস্টুরেন্ট কর্মী। বে‌শির ভাগ রেস্টুরে‌ন্টের মা‌লিক বাংলা‌দেশি হ‌লেও ব্যবসা ক‌মে যাওয়ার অজুহা‌তে ঈ‌দের দি‌নেও তা খোলা রাখায় কা‌জে যে‌তে বাধ্য হন কর্মীরা। এ নি‌য়ে ক‌য়েক বছর ধ‌রে বি‌ভিন্ন সংগঠন ঈদের দি‌নে কর্মী‌দের ছু‌টির দাবিতে নানা কর্মসূচি দিলেও প‌রি‌স্থিতির প‌রিবর্তন হয়নি। ত‌বে কিছু রেস্টুরেন্টের মা‌লিক ঈ‌দের দি‌নে স্বেচ্ছায় বন্ধ রাখছেন বহু বছর ধ‌রে।

বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, ব্রিটেনে বাংলাদেশি মালিকানাধীন এ রকম রেস্টুরেন্ট ও টেকওয়ের সংখ্যা ১০ হাজারের মতো। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধসহ বিভিন্ন প্রয়োজনে ব্রিটেনে এসব রেস্টুরেন্ট ব্যবসায়ীদের রয়েছে বিশাল অবদান।

খ্রিষ্টধর্মাবলম্বী মানুষের প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে-তে প্রতি বছর ব্রিটেনে বাংলাদেশি মালিকানাধীন ৯৫ ভাগ রেস্টুরেন্ট বন্ধ রাখা হয়। কিন্তু একই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ৯৮ ভাগ স্বত্বাধিকারী এবং কর্মী মুসলমান ধর্মাবলম্বী।

ছবি: সংগৃহীত

ঈদের দিন রেস্টুরেন্ট বন্ধ রাখলে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়তে পারে, এই শঙ্কায় রেস্টুরেন্ট খোলা রাখা হয়। ফলে রেস্টুরেন্ট শিল্পের সঙ্গে জড়িত বিপুলসংখ্যক বাংলাদেশি ঈদের দিন তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ উদযাপনের সুযোগ থেকে বঞ্চিত হন।

এ অবস্থা থেকে বেরিয়ে এসে মানবিক ভূমিকা রেখে চলেছেন সিলেট শহর থেকে বিলেতে আসা আব্দুল মজিদ মাসুদ ও জাহেদ আহমেদ। বিগত ১৮ বছর থেকে তাদের মালিকানাধীন ‌কারি লিফ' রেস্টুরেন্ট ঈদের দিন বন্ধ রাখেন।

তারা জানান, বিলেতে অন্যান্য ধর্মে বিশ্বাসী মানুষেরা মুসলমানদের ঈদ উদযাপনকে সম্মান করে। তাই    ব্যবসায় কোনও নেতিবাচক প্রভাব পড়ে না।

সাউথ ওয়েস্ট লন্ডনের ক্ল্যাপহাম জাংশন এলাকার সেন্ট জোন্স হিল রোডে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন ‘কারি লিফ’ রেস্টুরেন্টের প্রবেশদ্বারে একটি নোটিশ দেখা যায়। এই বিশাল কারি ইন্ডাস্ট্রিতে বিলেতে বসবাসকারী বিপুল সংখ্যক বাংলাদেশি মানুষের কর্মসংস্থান আছে।

বাংলাদেশি মালিকানাধীন ‘কারি লিফ’ রেস্টুরেন্টের নোটিশ

মৌলভীবাজারের একাটুনা ইউনিয়নের সা‌বেক চেয়ারম্যান বর্তমানে যুক্তরাজ্যপ্রবাসী অদুদ আলম বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, ব্রিটেনের বাংলাদেশি মালিকানাধীন সব রেস্টুরেন্ট ও টেকওয়ে ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বিসিএ ইউকের দায়িত্বশীলদের ভূমিকা নিতে হবে।

তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কমিউনিটির দায়িত্বশীলদের ঈদের দিন রেস্টুরেন্ট বন্ধ রাখতে রেস্টুরেন্ট মালিকদের সাহস জোগাতে হবে। তাদের উৎসাহ দেওয়া এখন নৈ‌তিক দা‌য়িত্ব।

/এনএআর/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আকাশসীমার নিয়ম লঙ্ঘনের অভিযোগ এস্তোনিয়ার
সর্বশেষ খবর
পোর্টেবল এসির সুবিধা ও অসুবিধাগুলো জানেন?
পোর্টেবল এসির সুবিধা ও অসুবিধাগুলো জানেন?
কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ২০ নারী ও শিশু
কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ২০ নারী ও শিশু
বৃষ্টি আইনে ১৯ রানে জিতলো ভারত 
বৃষ্টি আইনে ১৯ রানে জিতলো ভারত 
ফরেন সার্ভিস অ্যাকাডেমি ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক সই
ফরেন সার্ভিস অ্যাকাডেমি ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক সই
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা