X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আইফোন বিক্রি কমে যাওয়ায় সিইও’র বেতন কাটলো অ্যাপল

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৭, ১৭:০৩আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৮:০২

অ্যাপলের সিইও টিম কুক গত ১৫ বছরের মধ্যে প্রথমবার ২০১৬ সালে অ্যাপল নির্মিত আইফোনের বিক্রি কমে গেছে। বিক্রয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন না করায় কোম্পানিটির প্রধান নির্বাহী (সিইও) টিম কুকের বেতন থেকে অর্থ কেটে রাখছে প্রতিষ্ঠানটি। টিম কুকের বেতন থেকে ১৫ শতাংশ কেটে রাখা হয়েছে। ফলে গত বছর টিম কুক মূল বেতন থেকে ১৫ লাখ ৩০ হাজার ডলার কম পেয়েছেন।

২০১৬ সালে অ্যাপলের বিক্রয়ের লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ৩৬০ কোটি ডলার। কিন্তু বিক্রির পরিমাণ ছিল ২১ হাজার ৫৬০ কোটি ডলার। মুনাফা কমেছে বিগত বছরের তুলনায় ১৬ শতাংশ। এর ফলে নির্বাহীদের প্রতিশ্রুত অর্থের ৮৯.৫ শতাংশই কেবল দেওয়া হয়।

শুক্রবার কোম্পানি নিয়ন্ত্রক সংস্থার কাছে দেওয়া তথ্য অনুসারে, সিই্ও হিসেবে টিম কুক যে অর্থ পাওয়ার কথা ছিল ২০১৬ সালে তিনি পেয়েছেন তা থেকে ১৫ লাখ ৩০ হাজার ডলার কম। তার বার্ষিক ইনসেনটিভ ১ কোটি ৩ লাখ ডলার হলেও পেয়েছেন ৮৭ লাখ ৫০ হাজার ডলার। তবে তার মূল বেতন অক্ষত রয়েছে। টিম কুকের বার্ষিক বেতন ৩০ লাখ ডলার। ১৫ শতাংশ কাটার পরও তিনি ১ কোটি ১৭ লাখ ৪০ হাজারের বেশি অর্থ পেয়েছেন।

বিক্রয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ার কেবল কুক নন, আরও কয়েকজন উচ্চ পদস্থদের বেতনও কাটা গেছে। সবমিলয়ে তাদের ২২ লাখ ১০ হাজার বেতন কাটা হয়েছে। এরপরও তাদের সবাই মিলে পেয়েছেন ২ কোটি ৩০ লাখ ডলারেরও বেশি।

গত বছর আগস্টে প্রকাশিত রিপোর্ট অনুসারে, অ্যাপলের ১২ লাখ ৬ হাজার শেয়ারের মালিক টিম কুক। ওই সময় এসব শেয়ারের মূল্য ছিল ১৩ কোটি ৫০ লাখ ডলার।

২০১৬ সালে আইফোনের বিক্রি কমে যাওয়ার কারণ হিসেবে তথ্য-প্রযুক্তিবিদরা মনে করেন, নতুন বাজার আসা আইফোন৭ নিয়ে ব্যবহারকারীরা হতাশ হয়েছেন। কারণ তাদের মতে, এটা আইফোন৬-এর তুলনায় নতুন কিছু না।

ব্যবহারকারীদের মধ্যে আইফোন৭ জনপ্রিয়তা না পেলেও কোম্পানিটি জানিয়েছে তাদের পরবর্তী স্মার্টফোন আসবে সবচেয়ে বৈপ্লবিক ডিজাইন নিয়ে। সূত্র: ডেইলি মেইল।

/এসএ/এএ/ 

সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ