X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘বাণিজ্যযুদ্ধে জড়াবে না চীন-যুক্তরাষ্ট্র’

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০১৭, ২০:৫৬আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ২০:৫৬

‘বাণিজ্যযুদ্ধে জড়াবে না চীন-যুক্তরাষ্ট্র’ চীনের সবচেয়ে বড় অনলাইন শপিং কোম্পানি আলিবাবা-র চেয়ারম্যান জ্যাক মা জানিয়েছেন, চীন ও যুক্তরাষ্ট্র কখনওই বাণিজ্যযুদ্ধে জড়াবে না। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে অংশ নিয়ে এ কথা বলেছেন জ্যাক। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

সদ্য দায়িত্ব নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের চীনকে অবাধ ব্যবসা করতে দেওয়ার সমালোচনা করে আসছিলেন। তাদের দাবি, চীন যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের বাজার দখল করে নিচ্ছে। এছাড়া অর্থের বিনিময় কমিয়ে ডলারকে ক্ষতিগ্রস্ত করছে চীন। ফলে আশঙ্কা ছিল, ট্রাম্প ক্ষমতাগ্রহণের পর চীনের বাণিজ্যের ওপর কড়াকড়ি আরোপ করবেন। এ পরিস্থিতিতে জ্যাক মা এ মন্তব্য করলেন।

আলিবাবার চেয়ারম্যান বলেন, চীন ও যুক্তরাষ্ট্র কখনওই বাণিজ্যযুদ্ধে জড়াবে না। ট্রাম্পকে কিছু সময় দিন। তিনি খোলা মনের মানুষ এবং সবার কথা শুনছেন।

তিনি আরও বলেন, মার্কিন বহুজাতিক কোম্পানিগুলো বিশ্বায়নের ফলে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করছে। ফলে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান হারানোর জন্য বিশ্বয়ানকে দায়ী করা উচিত হবে না।

জ্যাক মা জানিয়েছেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক যাতে খারাপ না হয় সেজন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করে যাবেন।

এর আগে গত সপ্তাহে জ্যাক মা নিউ ইয়র্কে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের বিষয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্রের দশ লাখ ছোট কোম্পানির পণ্য আলিবাবার অনলাইনে বিক্রি নিয়ে কথা হয়েছে।

শুক্রবার অভিষেক ভাষণে চীনের বাণিজ্য নীতির সমালোচনা করেছেন  ট্রাম্প। একইসঙ্গে দেশটি থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে শাস্তিমূলক ট্যারিফ আরোপেরও হুমকি দিয়েছেন তিনি।

এদিকে, সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, চীনের বাজারগুলোতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর উপস্থিতি খুব আশাব্যঞ্জক কিছু নয়। চীনে ব্যবসার খরচ দিন দিন বাড়ছে। চীনা সরকার নতুন নতুন নিয়ম ও বিধি জারি করছে যেগুলো খুব স্পষ্ট নয় কিংবা চাপিয়ে দেওয়া হচ্ছে।

চীনের আমেরিকান চেম্বার অব কমার্স- এর চেয়ারম্যান উইলিয়াম জারিট জানান, চীনের বাণিজ্যিক নীতির কারণে সেখানে বাণিজ্য করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, গত কয়েক বছরে মুক্তবাজার অর্থনীতির কিছু সুবিধা আমরা পেয়েছি এবং চীনের বাজারে প্রবেশ করতে না পারারও মুখোমুখি হয়েছি।

যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর আরেকটি বড় উদ্বেগের কারণ হলো চীনা নকল পণ্য। এসব নকল পণ্য আসল পণ্যের চেয়ে কম দামে বিক্রি করা হয়। চীনে এটা বৈধ। এসব নকল পণ্য বিক্রি করে চীন প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার আয় করছে। সূত্র: ভয়েস অব আমেরিকা।

/এএ/

সম্পর্কিত
বাংলাদেশের আম নিতে চায় চীন
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেফতার
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে