X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

অভিবাসন প্রত্যাশীদের জাহাজেই রাখার প্রস্তাব

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০২
image

অস্ট্রিয়া ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী গত শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের উচিত সাগর থেকে উদ্ধার করা অভিবাসী হতে ইচ্ছুক আশ্রয়প্রার্থীদের ততদিন জাহাজেই রাখা, যত দিন তাদের আশ্রয়ের আবেদনের তদন্ত সম্পন্ন না হয়। মূলত অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাবটি উত্থাপন করেছেন। আর এতে সম্মতি দিয়েছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগে একবার ভূমধ্যসাগর থেকে উদ্ধারকৃত আশ্রয়প্রার্থীদের ইতালির বন্দরে নামতে দিতে না চাওয়ার প্রেক্ষিতে ইতালির উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর ও চরম ডানপন্থী দল লিগার  প্রধান মাত্তেও সালভিনির বিরুদ্ধে তদন্তের আদেশ দিয়েছে সে দেশের একটি আদালত। অভিবাসন প্রত্যাশীদের জাহাজেই রাখার প্রস্তাব

ইতালি অনেকদিন ধরেই শরণার্থীদের নিয়ে আলোচনায় রয়েছে। ভূমধ্যসাগরের এক পাড়ে ইতালি ও অপর পাড়ে লিবিয়াসহ অন্যান্য আফ্রিকান দেশ। সেখান থেকে ইউরোপে অভিবাসী হতে ইচ্ছুক ব্যক্তিরা সাগর পাড়ি দিয়ে ইতালিতে এসে উঠছে। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির ডানপন্থী স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি মনে করেন, যেসব জাহাজ সাগর থেকে ওই সব আশ্রয়প্রার্থীদের উদ্ধার করে নিয়ে আসে, তাদের বিচার হওয়া দরকার। তিনি ইউরোপের অন্যান্য দেশের সমালোচনাও করেছেন আশ্রয়প্রার্থীদের বিষয়ে সহায়তার হাত বাড়িয়ে না দেওয়ার অভিযোগে।

ইতালি ও অস্ট্রিয়ার চরম ডানপন্থী দলগুলো বহু আগে থেকেই দাবি জানিয়ে আসছিল এমন একটি ব্যবস্থা কার্যকরের যাতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের আফ্রিকাতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। আর তারপর যেন তাদের অভিবাসনের অনুমতির বিষয়ে সংশ্লিষ্ট দেশ আবেদন বাছাইয়ের  কাজ করার সুযোগ পায়। শুক্রবার অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হারবার্ট কিক এবং ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী সিলভিও মাততের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন এ বলেছেন, ‘যাদেরকে ইউরোপীয় জলসীমা থেকে উদ্ধারকারী জাহাজ উঠিয়ে নিয়ে আসে, ব্যাকগ্রাউন্ড চেক করার আগ পর্যন্ত তাদেরকে জাহাজেই রাখা উচিত।’

ইতালির মতো অস্ট্রিয়াতেও অভিবাসী সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত নির্বাচনের প্রধান আলোচ্য বিষয়ই অভিবাসী। অস্ট্রিয়া অবশ্য তার মোট জনসংখ্যা এক শতাংশেরও বেশি আশ্রয়প্রার্থীকে ইতোমধ্যেই অভিবাসী হিসেবে গ্রহণ করেছে।

কিক যে আশ্রয়প্রার্থীদের জাহাজেই রাখার প্রস্তাব দিয়েছেন তা প্রকৃতপক্ষে অপর একটি প্রস্তাবের বিকল্প হিসেবে উত্থাপন করেছেন তিনি। ‘রিজিওনাল ডিসেএমবারকেশন প্ল্যাটফরমস’ নামের ওই পরিকল্পনার প্রস্তাবনায় বলা হয়েছিল, অভিবাসনের জন্য যারা আসবে তাদেরকে ইউরোপের বিভিন্ন দেশে ভাগ করে দেওয়া হবে। রয়টার্স লিখেছে, এই প্রস্তাব বাস্তবায়নের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

ব্যাকগ্রাউন্ড চেক না হওয়া পর্যন্ত  অভিবাসীদের উদ্ধারকারী জাহাজেই আটকে রাখার বিষয়ে কিক বলেছেন, এই আটকে রাখার বিষয়টি হয়তো কয়েক দিনের জন্য হবে। ব্যাকগ্রাউন্ড চেকের সময়টুকু তারা সেখানে থাকবে। চেকিংয়ের পর যদি দেখা যায়, অভিবাসনের বিষয়ে তাদের দাবি আমলযোগ্য নয়, তখন তাদের দেশে ফেরত পাঠনোর ব্যবস্থা করা হবে।

জাহাজে আটকে রাখার বিষয়ে প্রাসঙ্গিক একটি ঘটনার উল্লেখ করেছে রয়টার্স। আদালত সালভিনি মাত্তেওর বিরুদ্ধে তদন্ত শুরুর রায় দিয়েছে। ভূমধ্যসাগর থেকে উদ্ধারকৃত  শতাধিক আশ্রয়প্রার্থীকে কোস্টগার্ডের জাহাজ থেকে বন্দরে নামতে না দেওয়ার আদেশকে আদালত বেআইনি আটকাদেশ আখ্যা দিয়েছে।

/এএমএ/
সম্পর্কিত
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বশেষ খবর
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের