X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

অভিবাসন ইস্যুতে মন্তব্যের জেরে নিজ দেশে সমালোচনার শিকার কমলা

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০২১, ১২:০৮আপডেট : ০৯ জুন ২০২১, ১২:০৮

যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের অবৈধভাবে প্রবেশ না করতে সতর্কতামূলক বার্তা দেওয়ার পর নিজ দেশেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সম্প্রতি গুয়েতেলামা থেকে অনিবন্ধিত অভিবাসীদের সীমান্ত দিয়ে প্রবেশ না করার আহ্বান জানান কমলা। তার এই মন্তব্যকে হতাশাজনক উল্লেখ করেছেন নিউইয়র্কের ডেমোক্র্যাট কংগ্রেসওমেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ। সমালোচনা করেছেন মানবাধিকার কর্মীরাও।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত সোমবার প্রথম বিদেশ সফরে গুয়েতেমালায় যান কমলা হ্যারিস। সেখানে প্রেসিডেন্টের আলেজান্দ্রো গিয়াম্মাত্তেই-এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। তিনি বলেন, গুয়েতেমালা, এল সালভাদর ও হন্ডুরাসের জনগণকে যুক্তরাষ্ট্রমুখী হওয়া থেকে বিরত রাখা খুবই জরুরি। সীমান্ত সুরক্ষিত রাখতে আইন প্রয়োগ করা হবে। অবৈধভাবে প্রবেশের চেষ্টাকারীদের সীমান্ত থেকেই ফিরিয়ে দেওয়া হবে। সুতরাং এভাবে আসবেন না।

তার অভিবাসনবিরোধী বক্তব্যের জেরে ইতোমধ্যে সমালোচনা উঠেছে নানা মহলে। এক টুইট বার্তায় কমালার এই মন্তব্যে হতাশাজনক আখ্যা দিয়েছেন কংগ্রেসওমেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও। তিনি জানান, প্রথমত মার্কিন সীমান্ত দিয়ে প্রবেশের পর আশ্রয় চাওয়া শতভাগ আইনি পদ্ধতি। আইনসম্মতভাবেই অভিবাসন প্রত্যাশীরা যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার রাখেন।

লাতিন আমেরিকার অলাভজনক শরণার্থী ইন্টারন্যাশনালের উকিল রেচেল শ্মিটটেক বলেন, 'গুয়েতেমালাসহ প্বার্শবর্তী গরিব দেশগুলোর বাস্তুচ্যুতদের সহায়তার জন্য আদর্শ নীতিমালা করা উচিত। এ বিষয়ে নজর দিতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

অভিবাসন নিয়ে কাজ করা একজন আইনজীবী জানান, যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া আইনসম্মত। আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়া অবৈধ এবং বিপজ্জনক। তাদের ফিরিয়ে দেওয়া মানে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া।'

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর তথ্যমতে, শুধু এপ্রিল মাসেই এক লাখ ৭৮ হাজার অভিবাসনপ্রত্যাশী যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমান্ত পৌঁছেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ইস্যুতে বেশ কঠোর অবস্থান নিয়েছিলেন। সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ঠেকাতে প্রচুর অর্থ ব্যয় করে দেয়াল নির্মাণের কাজ শুরু করে তার প্রশাসন। তবে বাইডেন প্রশাসন আসার পর অভিবাসন নিয়ে কঠোরতা কিছুটা শিথিল হয়। এর মধ্যেই অভিবাসন বিষয়ে বেশ কঠোর মনোভাব প্রকশ করলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

দারিদ্য ও বেকারত্বের কারণে উন্নত জীবনের আশায় গুয়েতেমালা, হন্ডুরাসসহ আশপাশের দেশগুলো থেকে প্রতিবছর বহু মানুষ যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমান্ত জড়ো হন। তাদের একটাই আশা যে কোনও মূল্যে মার্কিন মূলকে প্রবেশ করা।

/এলকে/
সম্পর্কিত
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
সর্বশেষ খবর
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
উদ্বিগ্ন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ভারত ছেড়ে দেশে ফেরার তোড়জোড়
উদ্বিগ্ন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ভারত ছেড়ে দেশে ফেরার তোড়জোড়
সরকার আ.লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে: প্রেস উইং
সরকার আ.লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে: প্রেস উইং
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ