X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

অভিবাসী ইস্যুতে ট্রাম্পের নীতি ফেরালেন বাইডেন

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২১, ১১:১৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১১:১৫

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে চালু করা একটি অভিবাসন নীতি ফিরিয়ে আনছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই নীতিতে যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থীদের দাবি প্রক্রিয়াধীন থাকা অবস্থায় তাদের মেক্সিকোতে অপেক্ষা করতে হবে।

অভিবাসী গ্রুপগুলো বলছে ‘মেক্সিকোয় থাকো’ কর্মসূচি পুনর্বহাল করা হলে সীমান্ত শিবিরগুলোতে অপরাধ ও সহিংসতা বাড়বে। অথচ এই কর্মসূচিকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে বাতিল করেছিলেন জো বাইডেন। তবে আদালতের আদেশের পর এটি ফিরিয়ে আনছেন তিনি।

যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তারা ‘মেক্সিকোয় থাকো’ কর্মসূচি ফিরিয়ে আনবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্মসূচিটি চালু করে। তখন এর নাম ছিলো অভিবাসী সুরক্ষা প্রোটোকল। এর আওতায় ৬০ হাজার আশ্রয় প্রার্থী আবেদনকারীকে মেক্সিকোতে পাঠিয়ে দেওয়া হয়।

মাসের পর মাস ধরে মেক্সিকোয় অপেক্ষা করা আশ্রয়প্রার্থীরা প্রায়ই সহজেই সংঘবদ্ধ অপরাধী চক্রের শিকারে পরিণত হয়। দাতব্য প্রতিষ্ঠান হিউমান রাইটস ফার্স্ট জানিয়েছে, মেক্সিকোয় ফিরে আসা অভিবাসীদের ওপর এক হাজার পাঁচশ’রও বেশি অপহরণ, ধর্ষণ, নির্যাতন এবং অন্যান্য নিপীড়নের ঘটনা নথিবদ্ধ রয়েছে।

দায়িত্ব গ্রহণের পরপরই কর্মসূচিটি বাতিলের উদ্যোগ নেন প্রেসিডেন্ট জো বাইডেন। জুন মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আলেজান্দ্রো মায়োরকাস নীতিটি বাতিল করে দেন। তবে আগস্টে কেন্দ্রীয় আদালতে ট্রাম্পের নিয়োগ করা বিচারক ম্যাথু ক্যাকসমারিক রায় দেন, বাতিলের প্রক্রিয়াটি যথাযথ হয়নি।

ওই রায়ের বিরুদ্ধে আপিল করে বাইডেন প্রশাসন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, প্রেসিডেন্ট তার অতীত মন্তব্যে অটল রয়েছেন। তবে আমরা আইন অনুসরণেও বিশ্বাস করি’, বলেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭, শিশু ২১ জন
শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসার গ্রুপের সঙ্গে যোগাযোগ
ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকগাজায় যুদ্ধের অবসান নিয়ে সংশয় ও আশার দোলাচলে মধ্যপ্রাচ্য
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে