X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ক্যাপিটল হিলে দাঙ্গা

প্রাউড বয়েজের সাবেক নেতার ২২ বছরের জেল, কান্নায় ভেঙে পড়েন আদালতে

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৫

২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে তাণ্ডবে সহযোগিতায় উগ্র ডানপন্থি সংগঠন প্রাউড বয়েজের সাবেক নেতা ইনরিকিউ তারিও’কে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মার্কিন গণতন্ত্রে আঘাত ও দাঙ্গার ঘটনায় তিনিই প্রথমবার দীর্ঘ সময়ের দণ্ডপ্রাপ্ত।

যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের উসকানির অভিযোগ, রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র এবং আরও কয়েকটি অপরাধে গত মে মাসে ৩৯ বছর বয়সী সাবেক এই নেতাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ক্যাপিটল হিলে মার্কিন ইতিহাসে ভয়াবহ দাঙ্গা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে ১ হাজারের বেশি মানুষ আটক হয়েছেন।

মঙ্গলবার অভিযুক্ত তারিওকে ওয়াশিংটন ফেডারেল কোর্টাহাউজে তোলা হয়। পরনে ছিলেন কমলা রঙের পোশাক। নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। রায় ঘোষণার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। দাঙ্গায় জড়িত থাকায় নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হন। ক্ষমা চান পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের কাছে।

আদালতে দাঁড়িয়ে তারিও বলেন, ‘আমি খুবই লজ্জিত এবং হতাশ। যারা আমার জন্য দুঃখ ও কষ্টের কারণ হয়েছেন। আমাকে সারা জীবন সেই লজ্জা বয়ে বেড়াতে হবে।’

২০২০ সালের নভেম্বরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে গিয়েছিলেন বিষয়টি স্বীকার করে প্রাউড বয়েজের এই সাবেক নেতা বলেন, আমি রাজনৈতিকভাবে উৎসাহিত নই। কিছু ক্ষতি করা বা নির্বাচনের ফল পাল্টে দেওয়ার লক্ষ্য ছিল না আমার। এটা সম্ভবও ছিল না।

বিচারককে উদ্দেশ্য করে তারিও আরও বলেন, অনুগ্রহ করে আমার প্রতি দয়া দেখান। জীবন থেকে ৪০টি বছর কেড়ে নেবেন না।

আদালতে চোখের পানি মুছতে থাকেন তিনি। সাজা কমানোর জন্য বিচারকের প্রতি আহ্বান জানিয়েছিলেন তার মা।

বিচারক বলেছেন, ওই দিনের ঘটনায় যুক্তরাষ্ট্রের মূল ভিত্তি আঘাত হেনেছে। মার্কিন গণতন্ত্রকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। মানুষের ভোটকে অস্বীকার করা হয়েছিল। সে কারণেই চরমতম শান্তি দেওয়া হচ্ছে অভিযুক্তদের।

২০১৬ সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠা হয় প্রাউড বয়েজ। সেই সময় এটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তারিও। এই গোষ্ঠীটি ট্রাম্পের চরম অনুগত। ২০২১ সালের ৬ জানুয়ারিতে ট্রাম্পের উসকানিতেই ক্যাপিটল হিলে দাঙ্গা বাধায় তারা। এ ঘটনায় পুলিশ সদস্যসহ কয়েকজন নিহত হন।

গত বৃহস্পতিবার প্রাউড বয় নেতা জো বিগসকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২১ সালে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে দাঙ্গায় নেতৃত্ব দেওয়ার জন্য তিনি এই দণ্ডে দণ্ডিত হন। সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
কতটা এগোলো সৌদি-ইসরায়েল সম্পর্ক স্থাপনে মার্কিন উদ্যোগ?
সর্বশেষ খবর
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি
খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি
ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার: প্রধান বিচারপতি
ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার: প্রধান বিচারপতি
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান