X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ইউএসএআইডির কর্মীদের ছুটিতে পাঠানোর পরিকল্পনা স্থগিত করলো আদালত

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৯

আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মার্কিন সংস্থা ইউএসএআইডির কর্মীকে ছুটিতে পাঠাতে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করলেন মার্কিন বিচারক। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ওই কর্মীদের বাধ্যতামূলক ছুটি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে ওয়াশিংটনের মার্কিন জেলা আদালতের বিচারক কার্ল নিকোলস এ স্থগিতাদেশ দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিকোলসের এই আদেশ ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এর ফলে  ট্রাম্প প্রশাসনকে শনিবার থেকে বেতনসহ বাধ্যতামূলক ছুটিতে যাওয়া প্রায় ২ হাজার ২০০ কর্মী আবারও কাজে ফিরতে পারবেন। এছাড়া এরইমধ্যে ছুটিতে থাকা ৫০০ কর্মীকে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন বিচারক।

কর্মীকে ছুটিকে পাঠানোর এ পরিকল্পনা আদালতে চ্যালেঞ্জ করেছিল দুটি ইউনিয়ন-আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন ও আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ। তাদের জরুরি আবেদনের প্রেক্ষিতে এমন আদেশ দেন ট্রাম্পের প্রথম মেয়াদে নিয়োগ পাওয়া বিচারক নিকোলস। শুনানিতে ‘খুবই সীমিত’ সময়ের জন্য ট্রাম্পের পরিকল্পনা কার্যকরে এ অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন তিনি।

এর ফলে ইউএসএআইডির প্রায় ২ হাজার ৭০০ কর্মী আবারও কাজে ফিরতে পারবেন।

অন্যদেশে উন্নয়নকাজে মার্কিন সরকারের প্রধান শাখা ইউএসএআইডির কর্মীসংখ্যা প্রায় ১০ হাজার, এর মধ্যে দুই তৃতীয়াংশই কাজ করে যুক্তরাষ্ট্রের বাইরে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, আপাতত ৬১১ কর্মী সংস্থাটিতে কাজ করবেন। এর বাইরে অন্যদের চাকরি থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

বিচারক নিকোলস এমন এক সময়ে তার আদেশ দিয়েছেন, যখন কর্মকর্তারা ওয়াশিংটন ডিসিতে মার্কিন সাহায্য সংস্থাটির সদরদফতরে ইউএসএআইডির লোগো ঢাকছিল ও মুছে দিচ্ছিলেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের ব্যয় কমানোর লক্ষ্যে তার প্রশাসন যেসব সংস্থাকে টার্গেট করেছে, ইউএসএআইডি তার অন্যতম। এই ব্যয় কমানোর জন্য যারা কাজ করছে, সেই ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির (ডিওজিই) নেতৃত্ব দিচ্ছেন ধনকুবের ইলন মাস্ক।

বিচারক নিকোলস আগামী বুধবার একটি শুনানিতে এই স্থগিতাদেশ আরও দীর্ঘমেয়াদি করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

তবে বিচারক ইউনিয়নগুলোর অন্যান্য দাবিগুলো, যেমন ইউএসএআইডি’র অফিসগুলো পুনরায় খোলা বা অনুদান ও চুক্তির অর্থায়ন পুনর্বহাল বিষয়ে কোনও সিদ্ধান্ত দেননি তিনি।

গত ২০ জানুয়ারি, শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পরই সমস্ত মার্কিন বিদেশি সাহায্য স্থগিতের নির্দেশ দেন ট্রাম্প।

/এস/
সম্পর্কিত
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
সর্বশেষ খবর
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
কারাগারে আইভী
কারাগারে আইভী
শেখ হাসিনার সঙ্গে মিটিংয়ের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার
শেখ হাসিনার সঙ্গে মিটিংয়ের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ