X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ইউক্রেন শান্তি আলোচনা থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫, ০৯:১৯আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১০:৪৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মস্কো বা কিয়েভ যদি শান্তি চুক্তিতে পৌঁছানোর বিষয়টি ‘অত্যন্ত কঠিন’ করে তোলে, তাহলে যুক্তরাষ্ট্র রাশিয়া-ইউক্রেন আলোচনার মধ্যস্থতা থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৮ এপ্রিল) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, তিনি নির্দিষ্ট কয়েক দিনের মধ্যে যুদ্ধবিরতির প্রত্যাশা করছেন না। কিন্তু তিনি চান এটি দ্রুত সম্পন্ন হোক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করেন যে, অগ্রগতির পরিষ্কার কোনও লক্ষণ না থাকলে যুক্তরাষ্ট্র আলোচনা ছেড়ে দেবে।

তিনি বলেন, আমরা এই উদ্যোগ সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ধরে চালিয়ে যাব না। আমাদের আরও অনেক অগ্রাধিকারমূলক কাজ রয়েছে। তার এ মন্তব্যের কয়েক ঘণ্টা পরই এমন সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। শুক্রবারও উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভ ও সুমিতে রুশ হামলায় ২ জন নিহত ও  শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কোনও চুক্তি প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, এখানে মানুষ মারা যাচ্ছে, আমরা এটা থামাতে চাই, আদর্শগতভাবে।

‘কিন্তু যদি, কোনও কারণে, দুই পক্ষের কেউ খুব বেশি সমস্যা করে, তাহলে আমরা শুধু বলব, তোমরা বোকা, তোমরা মূর্খ, তোমরা ভয়ানক মানুষ এবং আমরা এখান থেকে সরে আসবো।’

ট্রাম্প প্রশাসনের শুরুতে তাড়াতাড়ি একটি চুক্তি করানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল। কিন্তু একটি পূর্ণ যুদ্ধবিরতিতে পৌঁছানোর চেষ্টাগুলি এখনও বাস্তবায়িত হয়নি। ওয়াশিংটন দোষ দিয়েছে দুই পক্ষকেই।

এদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেকোনও সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য একাধিক শর্ত দিয়েছেন।

প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পর, শুক্রবার রুবিও বলেন, আমাদের এখন খুব দ্রুত—আমি বলছি কয়েক দিনের মধ্যে—নির্ধারণ করতে হবে যে এটি বাস্তবায়নযোগ্য কিনা। অবশ্য তিনি স্বীকার করেছেন, একটি শান্তি চুক্তি অর্জন করা কঠিন হবে।

ট্রাম্পের যুদ্ধবিরতি বিষয়ে রাশিয়া থেকে জবাব প্রত্যাশা নিয়ে মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে  ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ তখন বলেন, আলোচনাগুলি অত্যন্ত কঠিন হচ্ছে।

তিনি বলেন, রাশিয়ান পক্ষ এই সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে চায়, নিজেদের স্বার্থ নিশ্চিত করতে চায় এবং সংলাপে উন্মুক্ত।

এদিকে শুক্রবার রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এক বৈঠকে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, তিনি এখনও ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে ‘আশাবাদী’।

/এস/
সম্পর্কিত
প্রথমবারের মতো মার্কিন পোপ, রবার্ট প্রেভোস্ট হলেন পোপ লিও চতুর্দশ
কাশ্মীরে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত ও এফ-১৬ ভূপাতিতের দাবি ভারতের
সিসটিন চ্যাপেল থেকে সাদা ধোঁয়া, ক্যাথলিকদের নতুন পোপ নির্বাচিত
সর্বশেষ খবর
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতে সমাধান হয়নি, যমুনার সামনে বিক্ষোভ অব্যাহত
রাতে সমাধান হয়নি, যমুনার সামনে বিক্ষোভ অব্যাহত
ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল সরে গেলো আমিরাতে
ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল সরে গেলো আমিরাতে
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ