X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মুক্তামনির কেবিনে ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৭, ১৭:৫২আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৭:৫২

‘মুক্তামনির সুস্থতার জন্য আমরা সবাই যুদ্ধ করছি। অকারণে প্রবেশ করে ইনফেকশনের ঝুঁকি বাড়াবেন না, আদেশক্রমে কর্তৃপক্ষ’—ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি কেবিনের দরজার বাইরে সাদা কাগজে এই কথা লিখে রাখা হয়েছে। বহুলকাঙ্ক্ষিত অস্ত্রোপচারের পর মেয়েটি কেমন আছে তা জানার কৌতূহল অনেকের। সবার ভিড়ে জটলা যেন না হয় সেজন্য ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষের এই নোটিশ।

কেবিনের দরজায় রাখা নোটিশ, (ডানে) মুক্তামনি মুক্তামনির মা-বাবা শুক্রবার (১৮ আগস্ট) বাংলা ট্রিবিউনকে জানালেন, তাদের মেয়ে ভালো আছে। তবে এত বড় অস্ত্রোপচারের পর তার হাতে একটু যন্ত্রণা হচ্ছে। কেবিনের বিছানায় শুয়ে থাকতে কষ্ট হয় মেয়েটির। তাকে আবার কেবিনে পেয়ে বাবা-মা-বোন খুশি ঠিকই, কিন্তু খুশি নয় মুক্তামনি। সে বারবারই জানাচ্ছে, আইসিইউর বেডে সে ভালো ছিল। কারণ ওই বেড মাথা রাখার দিক দিয়ে একটু বাঁকা হওয়ায় হাত রাখতে সুবিধা হতো।

আইসিইউতে থাকার সময় সেখানকার সেবিকাদের যত্নআত্তিতে মুক্তামনি অত্যন্ত খুশি। এ তথ্য জানিয়ে তার বাবা ইব্রাহীম হোসেন বলেন, ‘আইসিইউতে থাকা আপারা (নার্স) মুক্তামনিকে নিজের মেয়ের মতো দেখাশোনা করেছেন। তারা খুব ভালো ব্যবহার করেছেন আমার মেয়ের সঙ্গে। তাদের সঙ্গে গল্প করেই সময় কাটতো ওর। এ কারণে কেবিনে আসার পর থেকেই আমার আম্মুজানের মন খারাপ। ও কাল আইসিইউ থেকে আসতেই চায়নি। কেবিনে আনার কথা জানার পর থেকেই সে কান্নাকাটি করেছে। সেখানকার নার্স আপারা আমাকে এটা বলেছেন।’

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রোপচার করা মুক্তামনির হাতের কাপড় বদলে দেওয়া হয়েছে। ‘আমার মেয়ের বিষয়ে এখানকার চিকিৎসকসহ সবাই যেভাবে লক্ষ্য রাখে তাতে আমরা সারাজীবনের জন্য তাদের কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম। এই স্যারদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না’— বাংলা ট্রিবিউনকে কথাগুলো বলতে বলতে ভিজে আসা চোখ মোছেন ইব্রাহীম।

এদিকে কেবিনের দরজার নোটিশ প্রসঙ্গে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানালেন, মুক্তামনির এই সময়টা খুবই জটিল এবং তার যেন কোনও সংক্রমণ না হয় সেজন্যই দর্শনার্থী এবং গণমাধ্যমকর্মীদের প্রতি ভিড় না জমাতে এই অনুরোধ জানানো হয়েছে।

এই চিকিৎসক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে গণমাধ্যমসহ সবার প্রতি অনুরোধ জানাচ্ছি, কেউ মুক্তামনির কেবিনে ভিড় করবেন না। মুক্তামনিকে ভালো করার জন্য আমাদের যথাযথভাবে দায়িত্ব পালন করতে দিন। মুক্তামনির বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। যদি কোনোভাবে কোনও সংক্রমণে আক্রান্ত হয়ে পড়ে সে, তাহলে আমাদের জন্য বিপর্য ডেকে আনবে।’

ঝুঁকি যদি থাকেই তাহলে মুক্তামনিকে আইসিইউ থেকে কেবিনে কেন আনা হলো জানতে চাইলে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আইসিইউতে অনেক রোগী আছেন। সেখানেও ক্রস ইনফেকশনের ঝুঁকি ছিল।’

এদিকে মুক্তামনির দ্বিতীয় বায়োপসি রিপোর্টেও তার রক্তনালীতে টিউমার ধরা পড়েছে বলে জানান ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক। আগামী ২০ আগস্ট পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে বৈঠক হতে পারে। ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমরা আগে যা বলেছিলাম, নতুন রিপোর্টেও সেটাই এসেছে। মুক্তামনির রক্তনালীতে টিউমার হয়েছে। চিকিৎসা বিজ্ঞানে এটিকে বলা হয় হেমানজিওমা।’

গত ৮ আগস্ট মুক্তামনির প্রথম বায়োপসির রিপোর্ট হাতে পান চিকিৎসকরা। এই রোগটিকে বিরল বলা হলেও প্রথম বায়োপসি করার পর জানা যায়, তার রক্তনালীতে টিউমার (হেমানজিওমা) হয়েছে। ১২ আগস্ট সকাল ৯টার দিকে মুক্তামনির অস্ত্রোপচার শুরু হয়। এই দায়িত্বে ছিল ৩০ জনের বেশি একটি চিকিৎসক দল। অস্ত্রোপচার করে তার হাত থেকে তিন কেজি মাংসপিণ্ড ফেলে দেওয়া হয়।

সাতক্ষীরার মুক্তামনিকে গত ১২ জুলাই ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তির পর প্রাথমিকভাবে চিকিৎসকরা চারটি রোগের কথা ধারণা করেন। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে লিমফেটিক ম্যালফরমেশন রোগে আক্রান্ত সে। এটি একটি জন্মগত রোগ (কনজিনেটাল ডিজিস)। এর বিশেষত্ব হচ্ছে জন্মের পরপরই কিছু ক্ষেত্রে এর প্রকাশ পায় কারও ক্ষেত্রে, আবার কারও ক্ষেত্রে পায় না।

তবে মুক্তামনি এতদিন অবহেলা আর অপচিকিৎসার শিকার হয়েছে বলে পরিবার এবং চিকিৎসকদের পক্ষ থেকেও বলা হচ্ছে। অবশ্য তারা আশাবাদী, দীর্ঘমেয়াদী এক চিকিৎসার পরে তার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।

/জেএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে