X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

এবার হার্টের ভালভ ও পেসমেকারের খুচরা মূল্য নির্ধারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৭, ২১:০৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ২১:৩৭

পেসমেকার করোনারি স্টেন্ট বা হার্টের রিংয়ের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) নির্ধারণের পর এবার হার্টের ভালভ ও পেসমেকারের এমআরপি নির্ধারণ করেছে সরকারের ওষুধ প্রশাসন অধিদফতর। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান। এর ফলে, দেশে এই প্রথমবারের মতো ভালভ ও পেসমেকারের এমআরপি নির্ধারণ করা হলো। এতে করে এসব জীবন রক্ষাকারী ডিভাইসের দামও আগের থেকে কমেছে।
সভায় জানানো হয়, সংশ্লিষ্টদের মতামতের ওপর ভিত্তি করে এই মূল্য নির্ধারণ করেছে ওষুধ প্রশাসন অধিদফতর। এমআরপি নির্ধারণের পর মডেল ও কোম্পানিভেদে হার্টের ভালভের দাম কমেছে ৪ হাজার ৮০০ টাকা থেকে ২৬ হাজার টাকা পর্যন্ত। অন্যদিকে, পেসমেকারের দামও কমেছে ৫ হাজার টাকা থেকে ৪ লাখ ৭ হাজার টাকা পর্যন্ত।
এ প্রসঙ্গে প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান বলেন, ‘এর আগে, হার্টের রিংয়ের (স্টেন্ট) মূল্য নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে হৃদরোগ ইনস্টিটিউটসহ অন্য হাসপাতালগুলোতেও নির্ধারিত মূল্যে রিং ব্যবহার করছেন রোগীরা। একইভাবে আজ ভালভ ও পেসমেকারের মূল্য নির্ধারণ করা হলো। এখন থেকে দেশের সব হাসপাতালগুলোকে নির্ধারিত এই মূল্যেই এসব ডিভাইস বিক্রি করতে হবে রোগীদের কাছে।’
জানা গেছে, হার্টের ভালভ ও পেসমেকারের মূল্য নির্ধারিত না থাকায় রোগীদের কাছ থেকে ইচ্ছামতো টাকা আদায় করা হতো। বিষয়টি ওষুধ প্রশাসন অধিদফতরের নজরে এলে গত ২৮ নভেম্বর কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জন ও মেডিক্যাল ডিভাইস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে পেসমেকার ও ভালভের খুচরা মূল্য নির্ধারণ করা হয়, যা আজ মঙ্গলবার প্রকাশ করা হলো।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) প্রফেসর ডা. কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মূল্য নির্ধরাণ হয়েছে— এটা ভালো কথা। কিন্তু হার্টে ভালভ ও পেসমেকার বসানোর ক্ষেত্রে আনুষাঙ্গিক আরও খরচ রয়েছে। এক্ষেত্রে ভালভ ও পেসমেকারের দামের পাশপাশি এগুলো প্রতিস্থাপনের সর্বোচ্চ প্যাকেজমূল্য ওষুধ প্রশাসন নির্ধারণ করে দিলে ভালো হতো।’
তবে ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্যাকেজ মূল্য নির্ধরাণ করা প্রশাসনের কাজ নয়। এটি হাসপাতালের কাজ।’
সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. আফজালুর রহমান, সাবেক পরিচালক প্রফেসর ডা. শাফি আল মজুমদার, ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক মো. রুহুল আমিন, নায়ার সুলতানা প্রমুখ।

/টিওয়াই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
এমবাপ্পেদের মিশন ‘ফাইনাল’
এমবাপ্পেদের মিশন ‘ফাইনাল’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস